অস্ট্রেলিয়ার প্রথম অরবিটাল রকেট উৎক্ষেপণ পেছালো

- আপডেট সময় : ০৪:২৮:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ৩৫৭ বার পড়া হয়েছে

যান্ত্রিক সমস্যার কারণে মহাকাশে উৎক্ষেপণ করা সম্ভব হচ্ছে না অস্ট্রেলিয়ার প্রথম অরবিটাল রকেট। ১৫ মে এরিস নামক রকেটটি উৎক্ষেপণের তারিখ নির্ধারণ করেছিল গিলমোর স্পেস। কিন্তু পেলোড ফেয়ারিং সমস্যা সেই পরিকল্পনা ভেস্তে দেয়। কী এই পেলোড ফেয়ারিং সমস্যা?
পেলোড ফেয়ারিং সমস্যার কারণে অস্ট্রেলিয়ার প্রথম স্বদেশীয় অরবিটাল রকেট এরিসের উৎক্ষেপণ অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত হলো। এরিস কখন প্রথমবারের মতো আকাশে উঠবে তা নিশ্চিত নয়।
পেলোড ফেয়ারিং বা নোজ ফেয়ারিং হলো একটি যান্ত্রিক সমস্যা যা বায়ুমণ্ডলে রকেট উৎক্ষেপণের সময় চাপ এবং উত্তাপের প্রভাব থেকে মহাকাশযানকে রক্ষা করতে ব্যবহার হয়। কিন্তু এরিস এই চাপ এবং উত্তাপের প্রভাব থেকে নিজেকে রক্ষা করার সময় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।
পেলোড ফেয়ারিং সাধারণত একটি মহাকাশযান কক্ষপথে পৌঁছানোর আগে ঘটে। কোন রকেট বায়ুমণ্ডলে অনেক উঁচুতে ওঠার পর পেলোডটির আর বাতাস থেকে সুরক্ষার প্রয়োজন হয় না। ফলে ফেয়ারিংটি সরিয়ে ফেলা হয়। এটি সাধারণত প্রায় ১০০ কিলোমিটার বা তার বেশি উচ্চতায় ঘটে।
এরিস এই ফেয়ারিংটি সরিয়ে ফেলাতে পারছিল না। কুইন্সল্যান্ড-ভিত্তিক কোম্পানি গিলমোর স্পেস ১৫ মে তাদের এরিস রকেট উৎক্ষেপণের লক্ষ্য রেখেছিল। কিন্তু পেলোড ফেয়ারিংয়ে সমস্যা সেই পরিকল্পনা ভেস্তে দেয়।
চূড়ান্ত পরীক্ষা চলাকালীন সময় একটি অপ্রত্যাশিত সমস্যার কারণে রকেটটি উৎক্ষেপণে সমস্যা শুরু হয়। প্রাথমিক পরিদর্শনে কেউ আহত হয়নি বা রকেট প্যাডে কোনো ক্ষতি দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এমনটাই জানিয়েছে গিলমোর স্পেস।
অ্যাডাম এবং জেমস গিলমোর নামে দুই ভাইয়ের প্রতিষ্ঠিত গিলমোর স্পেস টেকনোলজিস ২০১৫ সালে তাদের রকেট প্রোগ্রাম শুরু করে। গত এক দশক ধরে কোম্পানিটি ৮২ ফুট লম্বার এরিস নামক অরবিটাল রকেট তৈরি করেছে। এবং উত্তর কুইন্সল্যান্ডের উপকূলে ব্যক্তিগত উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করেছে, যার নাম বোয়েন অরবিটাল স্পেসপোর্ট।
অরবিটাল রকেট হল এক ধরণের রকেট যা সাধারণত পৃথিবীর চারপাশে কক্ষপথে স্থাপন করার জন্য ডিজাইন করা। এই রকেটগুলি কক্ষপথে পৌঁছানোর জন্য এবং প্রয়োজনীয় বেগ অর্জনের জন্য জ্বালানি চালিত প্রপালশন সিস্টেম ব্যবহার করে। প্রপালশন সিস্টেম হল এমন একটি প্রক্রিয়া যা একটি বস্তুকে সামনের দিকে সরানোর জন্য প্রয়োজনীয় বল তৈরি করে।
গিলমোর স্পেস টেকনোলজিস লক্ষ্য অস্ট্রেলিয়াকে মহাকাশ জগতে আরো দক্ষ করে গড়ে তোলা। ২০১৩ সালে কোম্পানির প্রথম প্রকল্প ছিল মহাকাশ-সম্পর্কিত বেশ কয়েকটি প্রদর্শনী এবং স্পেসফ্লাইট একাডেমি গোল্ড কোস্টের জন্য মহাকাশযানের প্রতিলিপি তৈরি করা।