আ.লীগ আমলে চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল: দেবপ্রিয় ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:০৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
- / ৩৫৮ বার পড়া হয়েছে

অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, আওয়ামী লীগের আমলে চোরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। চোরতন্ত্রে ছিলেন আমলারা, ব্যবসায়ীরা আর রাজনীতিবিদরা। এখন রাজনীতিবিদরা পালিয়ে গেছেন, ব্যবসায়ীরা ম্রিয়মাণ আর আমলারা পুরো শক্তি নিয়ে পুনরীজ্জীবিত।
আজ (সোমবার, ১৯ মে) সকালে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত বহুপাক্ষিক অংশীজনের বৈঠক বাংলাদেশ অর্থনীতি ২০২৫-২৬: নীতি সংস্কার ও জাতীয় বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।
এ ছাড়াও এনবিআর দুই ভাগ করা সঠিক সিদ্ধান্ত তবে যেভাবে করা হয়েছে ঠিক হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
অন্য বক্তারা বলেন, বিদেশে পাচার করা অর্থের কিছুও যদি আনা যেতো, তাহলে সেটার প্রভাব বাজেটে পড়তো।
এদিকে অর্থনীতিবিদ মুস্তাফিজুর রহমান বলেন, ‘কালো টাকা সাদা করার যে নিয়ম আছে, সেটা বাতিল করা জরুরি।’
নৈতিকভাবেও এটা সঠিক না বলেও জানান তিনি।