রোনালদোর হাত খালি, ২১ গোলেই বেনজেমার হাতে ট্রফি

- আপডেট সময় : ০২:১৫:২২ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫
- / ৩৫৪ বার পড়া হয়েছে

ইউরোপিয়ান ফুটবল তারকাদের সৌদি আরবের পথ দেখিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ২০২২ বিশ্বকাপের হতাশার পরই দুনিয়া কাঁপানো ঘোষণা-সৌদি প্রো লিগে যাচ্ছেন মহাতারকা। ইউরোপ ছাড়লেও গোল করা থামেনি তাঁর। আড়াই মৌসুমেই ৯৭ গোল করে ফেলেছেন।
গোলের পর গোল করে যাচ্ছেন রোনালদো। গত মৌসুমে সৌদি প্রো লিগের রেকর্ড ভেঙে করেছেন ৩৫ গোল। এ মৌসুমে একটু খরা গেছে, তবু ২৩ গোল করে গোল্ডেন বুটের দৌড়ে তিনিই এগিয়ে। কিন্তু এত এত গোল শিরোপায় রূপ নিচ্ছে না। এখনো পর্যন্ত কোনো শিরোপা জেতেননি আল নাসরে।
রোনালদো যেখানে ব্যর্থ, সেখানেই সফল করিম বেনজেমা। ২০২৩ সালে আল ইত্তিহাদে যোগ দিয়েছেন সাবেক রেয়াল মাদ্রিদ স্ট্রাইকার। প্রথম মৌসুমে কোচের সঙ্গে ঝামেলা ও ক্লাবে অস্থিরতা মিলে কিছু করতে পারেননি। এই মৌসুমে ছন্দে ফিরেছেন বেনজেমা। আর তাঁর দলও জিতেছে সৌদি প্রো লিগের শিরোপা।
চোটের কারণে গত কয়েকটি ম্যাচ খেলতে পারেননি বেনজেমা। অবশ্য এর আগেই লিগ শিরোপা নিশ্চিত করেছে আল-ইত্তিহাদ। ২৮ ম্যাচে ২১ গোল ও ৯ অ্যাসিস্ট করেছেন বেনজেমা। তাঁর দলও তিন ম্যাচ আগেই শিরোপা নিশ্চিত করেছে।
ওদিকে ২৩ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েও কোনো লাভ হয়নি রোনালদো। লিগ শিরোপা দূরে থাকা সেরা তিনেই থাকতে পারছে না আল নাসর। তাতে আগামী মৌসুমে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটেও খেলা হবে না ক্লাবটির। অবশ্য শোনা যাচ্ছে, রোনালদো এই মৌসুমেই আল নাসর ছেড়ে দিয়ে আল হিলালে যোগ দেবেন, সেক্ষেত্রে এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিট খেলতে পারবেন তিনি।
ওদিকে চোটের কারণে লিগে সর্বশেষ ম্যাচগুলো না খেলা বেনজেমা এখন দুটি শিরোপা নিয়ে মৌসুম শেষ করতে পারেন। আগামী ৩১ সৌদি কিংস কাপে আল-কাদিসিয়াহর বিপক্ষে ফাইনালে নামবে আল-ইত্তিহাদ। লরা ব্লাঁর দল আশা করবে দলের সেরা ফরোয়ার্ড এর আগেই ফিট হয়ে যাবেন।