ঢাকা ০৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ফিলিস্তিনিদের আটকাতে দেয়াল তুলল মিসর

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩
  • / ৪৯৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতের এক সপ্তাহ পার না হতেই রাফাহ সীমান্তে দেয়াল তুলেছে মিসর। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার আগেও এই সীমান্ত দিয়ে পারাপার করা হতো। কিন্তু হামলার পর এটি বন্ধ রাখে ইসরায়েল। এবার দেয়াল তুলল মিসর।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই বলছে, এ ব্যাপারে ইসরায়েলও কঠোর বার্তা দিয়েছে। তবে সব বার্তাই ফিলিস্তিনিদের বিপক্ষে যাচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, গাজা থেকে মিসর যেতে হলে এখন ইসরায়েলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে হবে। পেতে হবে অনুমতি।

মানবাধিকার নিয়ে কাজ করা সিনাই ফর হিউম্যান রাইটস এক্সে একটি ছবি শেয়ার করেছে। ছবিতে দেখা যায়, কংক্রিটের নতুন দেয়াল তুলেছে মিসরের সেনাবাহিনী।

এ ব্যাপারে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রি১য়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি বলেন, ‘গাজা থেকে মিসরে যাওয়া আপাতত বন্ধ আছে। সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে সমন্বয় না করে কেউ মিসরে যেতে পারবেন না। এমনকি সেখান থেকে আসাও যাবে না।’

এদিকে, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ২ হাজার ২১৫ জন নিহত হয়েছেন। শনিবার এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৭২৪ শিশু ও ৪৫৮ জন নারী রয়েছে। আহত হয়েছে ৮ হাজার ৭১৪ জন।

ইসরায়েলের বোমা হামলায় এক দিনেই ৩২৪ জন নিহত হয়েছে বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে আহত হয়েছেন ১ হাজারের বেশি।

নিউজটি শেয়ার করুন

ফিলিস্তিনিদের আটকাতে দেয়াল তুলল মিসর

আপডেট সময় : ১১:১৬:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাতের এক সপ্তাহ পার না হতেই রাফাহ সীমান্তে দেয়াল তুলেছে মিসর। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার আগেও এই সীমান্ত দিয়ে পারাপার করা হতো। কিন্তু হামলার পর এটি বন্ধ রাখে ইসরায়েল। এবার দেয়াল তুলল মিসর।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডলইস্ট আই বলছে, এ ব্যাপারে ইসরায়েলও কঠোর বার্তা দিয়েছে। তবে সব বার্তাই ফিলিস্তিনিদের বিপক্ষে যাচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে, গাজা থেকে মিসর যেতে হলে এখন ইসরায়েলের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিতে হবে। পেতে হবে অনুমতি।

মানবাধিকার নিয়ে কাজ করা সিনাই ফর হিউম্যান রাইটস এক্সে একটি ছবি শেয়ার করেছে। ছবিতে দেখা যায়, কংক্রিটের নতুন দেয়াল তুলেছে মিসরের সেনাবাহিনী।

এ ব্যাপারে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রি১য়ার অ্যাডমিরাল দানিয়েল হাগারি বলেন, ‘গাজা থেকে মিসরে যাওয়া আপাতত বন্ধ আছে। সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের সঙ্গে সমন্বয় না করে কেউ মিসরে যেতে পারবেন না। এমনকি সেখান থেকে আসাও যাবে না।’

এদিকে, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত ২ হাজার ২১৫ জন নিহত হয়েছেন। শনিবার এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ৭২৪ শিশু ও ৪৫৮ জন নারী রয়েছে। আহত হয়েছে ৮ হাজার ৭১৪ জন।

ইসরায়েলের বোমা হামলায় এক দিনেই ৩২৪ জন নিহত হয়েছে বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে আহত হয়েছেন ১ হাজারের বেশি।