ঢাকা ০৩:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ক্যারিয়ার সেরা গোলের কথা নিজেই জানালেন মেসি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫
  • / ৩৬৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্যারিয়ার জুড়ে গোল করেছেন ৮৬০টি। রয়েছে অসংখ্য ম্যাচ জেতানো শৈল্পিক গোলের রেকর্ডও। জানানো হচ্ছে লিওনেল মেসির কথা। এত এত গোলের মধ্যে পছন্দের গোল বেছে নেয়াটা মেসির জন্য বেশ কষ্টসাধ্যই বটে। তবে এ কঠিন প্রশ্নে উত্তরটা বেশ সহজভাবেই দিয়েছেন ফুটবল জাদুকর। জানিয়েছেন ক্যারিয়ারে তার সবচেয়ে পছন্দের গোল কোনটি।

ফুটবল জাদুকর লিওনেল মেসি। ক্যারিয়ার জুড়ে গোল করেছেন অসংখ্য। তা সংখ্যায় হিসেব করলে ক্লাব, জাতীয় দল মিলিয়ে ৮৬০টি। প্রতিপক্ষের রক্ষণভাগ কাঁপিয়ে দেয়া আর্জেন্টাইন তারকা লিও মেসির পক্ষে বেশ কষ্টসাধ্য এর মধ্যে পছন্দের গোল খুঁজে বের করা।

তবে মেসি পেরেছেন। শুধু পেরেছেন তাই না, খুব সহজেই উত্তরটা দিয়েছেন ফুটবল জাদুকর। ইন্টার মায়ামি ফাউন্ডেশনের একটি প্রচারধর্মী ভিডিওতে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। সেখানে মেসি বলেন ২০০৯ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেড দিয়ে করা গোলটি তার সবসময়ই পছন্দের।

লিওনেল মেসি বলেন, ‘আমি আমার ফুটবল ক্যারিয়ারে অনেক গোল করেছি। যেগুলোর বেশিরভাগই গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য। দবে তার মধ্যে যদি একটাকে সেরা গোল হিসেবে বেছে নিতে হয় আমি ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেড দিয়ে গোল দিয়ে করা গোলটিকেই বেছে নিব।’

পায়ের কারিকুরিতে গোল করে ফুটবল ভক্তদের বুঁদ করে রাখলেও, হেড দিয়ে অতটা গোল করতে অভ্যস্ত নন মেসি। তাতে উচ্চতা ও বাস্তবতা মিলিয়ে কিছু যুক্তিও থাকতে পারে। সব মিলিয়ে হেডে এই আর্জেন্টাইন মহাতারকা এখন পর্যন্ত গোল করেছেন মাত্র ২৮টি। অথচ তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর হেডে গোল সংখ্যা ১৫৪।

মেসির এই সাক্ষাৎকারের পর পছন্দের এই গোলের চিত্রকর্ম ইন্টার মায়ামি ফাউন্ডেশনের দাতব্য কাজে নিলামের জন্য তোলা হবে। সেটিকে চিত্রকর্মে রূপ দেবেন শিল্পী রেফিক আনাদোল। এক্ষেত্রে তাদের অনুমোদনও দিয়েছে উয়েফা। আগামী ১১ জুন নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টির মাধ্যমে নিউইয়র্কে উন্মোচন করা হবে মেসির এই গোলটির চিত্রকর্ম। নিলাম শেষ হবে আগামী ১১ জুলাই।

নিউজটি শেয়ার করুন

ক্যারিয়ার সেরা গোলের কথা নিজেই জানালেন মেসি

আপডেট সময় : ০৩:৪৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

ক্যারিয়ার জুড়ে গোল করেছেন ৮৬০টি। রয়েছে অসংখ্য ম্যাচ জেতানো শৈল্পিক গোলের রেকর্ডও। জানানো হচ্ছে লিওনেল মেসির কথা। এত এত গোলের মধ্যে পছন্দের গোল বেছে নেয়াটা মেসির জন্য বেশ কষ্টসাধ্যই বটে। তবে এ কঠিন প্রশ্নে উত্তরটা বেশ সহজভাবেই দিয়েছেন ফুটবল জাদুকর। জানিয়েছেন ক্যারিয়ারে তার সবচেয়ে পছন্দের গোল কোনটি।

ফুটবল জাদুকর লিওনেল মেসি। ক্যারিয়ার জুড়ে গোল করেছেন অসংখ্য। তা সংখ্যায় হিসেব করলে ক্লাব, জাতীয় দল মিলিয়ে ৮৬০টি। প্রতিপক্ষের রক্ষণভাগ কাঁপিয়ে দেয়া আর্জেন্টাইন তারকা লিও মেসির পক্ষে বেশ কষ্টসাধ্য এর মধ্যে পছন্দের গোল খুঁজে বের করা।

তবে মেসি পেরেছেন। শুধু পেরেছেন তাই না, খুব সহজেই উত্তরটা দিয়েছেন ফুটবল জাদুকর। ইন্টার মায়ামি ফাউন্ডেশনের একটি প্রচারধর্মী ভিডিওতে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী অধিনায়ক। সেখানে মেসি বলেন ২০০৯ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেড দিয়ে করা গোলটি তার সবসময়ই পছন্দের।

লিওনেল মেসি বলেন, ‘আমি আমার ফুটবল ক্যারিয়ারে অনেক গোল করেছি। যেগুলোর বেশিরভাগই গুরুত্বপূর্ণ ছিল দলের জন্য। দবে তার মধ্যে যদি একটাকে সেরা গোল হিসেবে বেছে নিতে হয় আমি ২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে হেড দিয়ে গোল দিয়ে করা গোলটিকেই বেছে নিব।’

পায়ের কারিকুরিতে গোল করে ফুটবল ভক্তদের বুঁদ করে রাখলেও, হেড দিয়ে অতটা গোল করতে অভ্যস্ত নন মেসি। তাতে উচ্চতা ও বাস্তবতা মিলিয়ে কিছু যুক্তিও থাকতে পারে। সব মিলিয়ে হেডে এই আর্জেন্টাইন মহাতারকা এখন পর্যন্ত গোল করেছেন মাত্র ২৮টি। অথচ তার প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর হেডে গোল সংখ্যা ১৫৪।

মেসির এই সাক্ষাৎকারের পর পছন্দের এই গোলের চিত্রকর্ম ইন্টার মায়ামি ফাউন্ডেশনের দাতব্য কাজে নিলামের জন্য তোলা হবে। সেটিকে চিত্রকর্মে রূপ দেবেন শিল্পী রেফিক আনাদোল। এক্ষেত্রে তাদের অনুমোদনও দিয়েছে উয়েফা। আগামী ১১ জুন নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টির মাধ্যমে নিউইয়র্কে উন্মোচন করা হবে মেসির এই গোলটির চিত্রকর্ম। নিলাম শেষ হবে আগামী ১১ জুলাই।