অর্ধযুগ পর সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আংশিক শিথিল যুক্তরাষ্ট্রের

- আপডেট সময় : ০৬:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
- / ৩৫৮ বার পড়া হয়েছে

প্রায় অর্ধযুগ পর সিরিয়ার ওপর আনা নিষেধাজ্ঞা আংশিক শিথিল করেছে যুক্তরাষ্ট্র। পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী গতকাল (শুক্রবার, ২৩ মে) এই সিদ্ধান্ত জানিয়েছে বর্তমান ট্রাম্প প্রশাসন।
এই সিদ্ধান্তের মধ্য দিয়ে ২০১৯ সালে সিরিয়ার ওপর আরোপ করা গুরুতর নিষেধাজ্ঞাগুলো ৬ মাসের জন্য শিথিল করা হলো। পুরো বিষয়টি বাস্তবায়নে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।
এ ছাড়া সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক ও দেশটির কোনো নাগরিক বা প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসা করার বিষয়ে যে বিধি-নিষেধ আরোপ করা হয়েছিল সেটিও সাময়িকভাবে প্রত্যাহার করেছে ট্রেজারি ডিপার্টমেন্ট।
তবে পুরোপুরি নিষেধাজ্ঞা তুলে না নেয়ায় এই সিদ্ধান্তের স্থায়ীত্ব ও কার্যকরিতা নিয়ে প্রশ্ন উঠেছে নানা মহলে।
সিরীয় নাগরিকদের দাবি, ১৩ বছর ধরে গৃহযুদ্ধের কবলে থাকা দেশটির অর্থনীতি পুনর্গঠনে ওয়াশিংটনকে স্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে।