ঢাকা ০৮:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

রিয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমেই এমবাপ্পের অনন্য কীর্তি

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১১:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫
  • / ৩৬১ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমেই ইউরোপিয়ান গোল্ডেন-শু জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। এর মাধ্যমে ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন শু, বিশ্বকাপ গোল্ডেন বুট, এবং চ্যাম্পিয়ন্স লিগ গোল্ডেন বুট জেতার এক অনন্য কীর্তিতে নিজের নাম লেখালেন তিনি। গোল্ডেন-শু জয় করতে তিনি পেছনে ফেলেছেন স্পোর্টিং সিপির ভিক্টর গিয়োকারেস এবং লিভারপুলের মোহাম্মদ সালাহকে।

গত গ্রীষ্মে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই নজর কাড়ছিলেন এমবাপ্পে। মৌসুম জুড়ে ৫৫ ম্যাচে করেছেন ৪২ গোল, যার মধ্যে লা-লিগাতেই করেছেন ৩১ গোল।

এমন পারফরম্যান্সেই মিলেছে ইউরোপিয়ান গোল্ডেন-শু। যেখানে লা-লিগার মতো ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রতিটি গোলের জন্য হয় ২ পয়েন্ট, আর পর্তুগিজ লিগের মতো তুলনামূলক কম র‍্যাংকিংয়ের লিগে পাওয়া যায় ১.৫ পয়েন্ট।

এ হিসেবেই ৬২ পয়েন্টে শীর্ষে থেকে গোল্ডেন-শু জিতে নিয়েছেন এমবাপ্পে। ৫৮ দশমিক ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন গিয়োকারেস, ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় মোহাম্মদ সালাহ।

বিশ্ব ফুটবলে এ এক অনন্য কীর্তি। ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে জয় করলেন ইউরোপিয়ান গোল্ডেন শু, বিশ্বকাপ গোল্ডেন বুট, এবং চ্যাম্পিয়ন্স লিগ গোল্ডেন বুট।

রিয়াল মাদ্রিদের ইতিহাসে হুগো সানচেজ ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর তৃতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। এছাড়া ২০০৫ সালে থিয়েরি অঁরির পর এই প্রথম কোনো ফরাসি ফুটবলার হিসেবে জিতলেন ইউরোপিয়ান গোল্ডেন-শু।

লা-লিগার পিচিচি ট্রফি জেতার দৌড়ে এমবাপ্পে শেষ পর্যন্ত পেছনে ফেলেছেন ২৭ গোল করা রবার্ট লেওয়ানডসকিকে।

সমালোচকরা মৌসুমের শুরুতে প্রশ্ন তুললেও এমবাপ্পে যেন সেই সমালোচনার জবাব দিলেন সর্বোচ্চ গোলের পুরস্কার জিতেই। ২০২৬ বিশ্বকাপের আগে তার থেকে আরো বেশ কিছু চমকের অপেক্ষায় ফুটবল ভক্তরা

নিউজটি শেয়ার করুন

রিয়াল মাদ্রিদে অভিষেক মৌসুমেই এমবাপ্পের অনন্য কীর্তি

আপডেট সময় : ১১:১৫:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫

রিয়াল মাদ্রিদের হয়ে অভিষেক মৌসুমেই ইউরোপিয়ান গোল্ডেন-শু জিতেছেন কিলিয়ান এমবাপ্পে। এর মাধ্যমে ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন শু, বিশ্বকাপ গোল্ডেন বুট, এবং চ্যাম্পিয়ন্স লিগ গোল্ডেন বুট জেতার এক অনন্য কীর্তিতে নিজের নাম লেখালেন তিনি। গোল্ডেন-শু জয় করতে তিনি পেছনে ফেলেছেন স্পোর্টিং সিপির ভিক্টর গিয়োকারেস এবং লিভারপুলের মোহাম্মদ সালাহকে।

গত গ্রীষ্মে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই নজর কাড়ছিলেন এমবাপ্পে। মৌসুম জুড়ে ৫৫ ম্যাচে করেছেন ৪২ গোল, যার মধ্যে লা-লিগাতেই করেছেন ৩১ গোল।

এমন পারফরম্যান্সেই মিলেছে ইউরোপিয়ান গোল্ডেন-শু। যেখানে লা-লিগার মতো ইউরোপের শীর্ষ পাঁচ লিগের প্রতিটি গোলের জন্য হয় ২ পয়েন্ট, আর পর্তুগিজ লিগের মতো তুলনামূলক কম র‍্যাংকিংয়ের লিগে পাওয়া যায় ১.৫ পয়েন্ট।

এ হিসেবেই ৬২ পয়েন্টে শীর্ষে থেকে গোল্ডেন-শু জিতে নিয়েছেন এমবাপ্পে। ৫৮ দশমিক ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছেন গিয়োকারেস, ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় মোহাম্মদ সালাহ।

বিশ্ব ফুটবলে এ এক অনন্য কীর্তি। ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে জয় করলেন ইউরোপিয়ান গোল্ডেন শু, বিশ্বকাপ গোল্ডেন বুট, এবং চ্যাম্পিয়ন্স লিগ গোল্ডেন বুট।

রিয়াল মাদ্রিদের ইতিহাসে হুগো সানচেজ ও ক্রিশ্চিয়ানো রোনালদোর পর তৃতীয় খেলোয়াড় হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। এছাড়া ২০০৫ সালে থিয়েরি অঁরির পর এই প্রথম কোনো ফরাসি ফুটবলার হিসেবে জিতলেন ইউরোপিয়ান গোল্ডেন-শু।

লা-লিগার পিচিচি ট্রফি জেতার দৌড়ে এমবাপ্পে শেষ পর্যন্ত পেছনে ফেলেছেন ২৭ গোল করা রবার্ট লেওয়ানডসকিকে।

সমালোচকরা মৌসুমের শুরুতে প্রশ্ন তুললেও এমবাপ্পে যেন সেই সমালোচনার জবাব দিলেন সর্বোচ্চ গোলের পুরস্কার জিতেই। ২০২৬ বিশ্বকাপের আগে তার থেকে আরো বেশ কিছু চমকের অপেক্ষায় ফুটবল ভক্তরা