ঢাকা ০৮:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সরকারের মধ্যে সরকার আছে: জয়নুল আবদিন ফারুক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
  • / ৩৬৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সরকারের মধ্যে সরকার যদি থাকে তবে সে সরকার সুষ্ঠুভাবে কাজ করতে পারে না।

মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ফারুক বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা কেন আন্দোলনে, সচিবালয় উত্তাল কেন, ইশরাকের সমর্থকরা কেন রাস্তায় বসে আছেন কেন? এসবের উত্তর যমুনায় যিনি (প্রধান উপদেষ্টা) বসে আছেন, তাকে দিতে হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় যেতে চান মানুষের ভোট নিয়ে, মৃত ব্যক্তি বা হুন্ডাগুন্ডার ভোট নিয়ে যেতে চান না। গত ৯ মাসে বিদ্যুৎখাত, শিল্পখাত, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পেরেছেন-এমন প্রশ্ন রেখে তিনি বলেন, বিএনপি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতিপক্ষ নয়, হতেও চায় না। সমালোচনা করতেও চায় না। কিন্তু, জনগণ এখন ড. ইউনূসের সমালোচনা শুরু করেছেন। কারণ তিনি সাড়ে ৯ মাসেও জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে পারেননি।

তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে পারেননি বলেও জানান ফারুক। তিনি আরও বলেন, নির্বাচন বিলম্বের করার কারণ, কোনো দল গোছানো। বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দাবি করে যাচ্ছে বিএনপি।

নিউজটি শেয়ার করুন

সরকারের মধ্যে সরকার আছে: জয়নুল আবদিন ফারুক

আপডেট সময় : ০২:০৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সরকারের মধ্যে সরকার যদি থাকে তবে সে সরকার সুষ্ঠুভাবে কাজ করতে পারে না।

মঙ্গলবার (২৭ মে) জাতীয় প্রেসক্লাবে সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ফারুক বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা কেন আন্দোলনে, সচিবালয় উত্তাল কেন, ইশরাকের সমর্থকরা কেন রাস্তায় বসে আছেন কেন? এসবের উত্তর যমুনায় যিনি (প্রধান উপদেষ্টা) বসে আছেন, তাকে দিতে হবে।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্ষমতায় যেতে চান মানুষের ভোট নিয়ে, মৃত ব্যক্তি বা হুন্ডাগুন্ডার ভোট নিয়ে যেতে চান না। গত ৯ মাসে বিদ্যুৎখাত, শিল্পখাত, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পেরেছেন-এমন প্রশ্ন রেখে তিনি বলেন, বিএনপি প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতিপক্ষ নয়, হতেও চায় না। সমালোচনা করতেও চায় না। কিন্তু, জনগণ এখন ড. ইউনূসের সমালোচনা শুরু করেছেন। কারণ তিনি সাড়ে ৯ মাসেও জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে পারেননি।

তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে পারেননি বলেও জানান ফারুক। তিনি আরও বলেন, নির্বাচন বিলম্বের করার কারণ, কোনো দল গোছানো। বাংলাদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য দাবি করে যাচ্ছে বিএনপি।