দেশে ফিরলেন হামজা চৌধুরী

- আপডেট সময় : ০৩:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫
- / ৩৬৯ বার পড়া হয়েছে

সিঙ্গাপুরের সঙ্গে এশিয়ান কাপ বাছাই ম্যাচ খেলতে ঢাকায় ফিরেছেন হামজা চৌধুরী। ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডারের বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে গত মার্চে; ম্যাচটি হয়েছিল ভারতের শিলংয়ে। এবার দেশের মাঠে প্রথম খেলার অপেক্ষায় তিনি।
আজ (সোমবার, ২ জুন) সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল হামজার। তবে ফ্লাইট বিলম্ব হওয়ায় ১০টা ৫৫ মিনিটে অবতরণ করেন। তার সঙ্গে বাবা-মাও এসেছেন। বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে উঠেছেন এই ফুটবলার।
দেশের মাঠে ভুটানের বিপক্ষে ৪ জুনের প্রীতি ম্যাচে, নাকি ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচে খেলবেন হামজা তা নিশ্চিত নয় এখনও।
দুদিন আগে দল ঘোষণার সময় কোচ হাভিয়ের কাবরেরা ভুটানের বিপক্ষে হামজার খেলার সম্ভাবনা নিয়ে বলেছিলেন, সিঙ্গাপুর ম্যাচের আগে দেশের মাঠে তাকে খেলার অভিজ্ঞতা দিতে চান, কিন্তু এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেননি তিনি।
ভুটানের সঙ্গে বুধবার ম্যাচের দিন সকালে ঢাকায় আসবেন প্রথমবার ডাক পাওয়া শমিত সোম।
বুধবার ইতালি থেকে ঢাকায় ফিরে ক্যাম্পে যোগ দেন ইতালির সেরি ডি’তে খেলা ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম। তিনি দলের সঙ্গে দুদিন অনুশীলন করছেন।