ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

দুটি খেলায় হেরে সুখবর পেয়েছে টিম অস্ট্রেলিয়া

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • / ৪২০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজেদের ফিরে পাওয়ার ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হওয়ার আগে সুখবর পেয়েছে টিম অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আগামীকাল সোমবার (১৬ অক্টোবর) শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ইতোমধ্যে তারা দুই ম্যাচ খেলে ফেলেছে। যেখানে দুটিতেই হেরে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া।

প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে সেরে উঠেছেন ট্রাভিস হেড। রোববার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইতোমধ্যে তিনি ব্যাটিং অনুশীলনে ফিরেছেন বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে বাম হাতের চোট কাটিয়ে চলতি সপ্তাহের শেষ দিকে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

বিশ্বকাপের আগে শেষ সিরিজে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে জেরল্ড কুটসিয়ার বাউন্সারে বাম হাতে চোট পান এ বাঁহাতি ওপেনার। পরে স্ক্যানে চিড় ধরা পড়ে তার। তারপরও তাকে রেখেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে অস্ট্রেলিয়া।

ইনজুরি থেকে ফিরে আসার সুযোগ দিয়ে হেডকে রেখেই বিশ্বকাপ খেলতে ভারতে আসে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২৯ বছর বয়সী এ ক্রিকেটারকে টুর্নামেন্টের শেষ দিকে পাওয়ার আশায় স্কোয়াডে রেখে দেয়া হয়। এবার মাঝপথেই তিনি দলে ফিরতে যাচ্ছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে চোটের ব্যাপারে হেড নিজে জানান, আমার রিহ্যাব ভালোভাবেই এগুচ্ছে এবং সম্ভবত আমাদের আশার চেয়েও ভালো। আমরা যখন অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নেই, যেটি করলে ১০ সপ্তাহ লেগে যেত, তখন আমাদের বলা হয়েছিল ব্যান্ডেজ অন্তত ৬ সপ্তাহ রাখা লাগবে।

গত শুক্রবার হাতের ব্যান্ডেজ খুলে থ্রো ডাউনে ব্যাটিং শুরু করেছেন হেড। এই সপ্তাহে স্বাভাবিকভাবে পুর্ণ মাত্রার ব্যাটিং অনুশীলন করবেন তিনি। পরে অ্যাডিলেইড থেকে আগামী বৃহস্পতিবার ভারতের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে তার।

হেড আরও বলেন, সেই পরিকল্পনা অনুযায়ী নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ছয় সপ্তাহের কিছু কম সময়ের মধ্যে হবে যা কিছুটা তাড়াহুড়ো হবে। তাই ওই ম্যাচ ধরার জন্য এখন থেকে সবকিছু সুন্দরভাবে যেতে হবে।

আগামী শুক্রবার (২০ অক্টোবর) ব্যাঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না হেড। ২৫ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে একাদশে থাকার জন্য তিনি তৈরি থাকবেন। এরপর যথাক্রমে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে মাঠ মাতাতে দেখা যাবে তাকে। সে হিসেবে দল থেকে বাদ পড়তে পারেন মিচেল মার্শ। অজিদের হয়ে বিশ্বকাপের দুটি ম্যাচে মার্শের রান যথাক্রমে ০ ও ৭ রান। আরেক ওপেনার ওয়ার্নার প্রথম ম্যাচে করেছেন ৪১ রান দ্বিতীয় ম্যাচে করেছেন ১৭ রান।

প্রায় চার বছর বিরতি দিয়ে গত বছর পাকিস্তান সফরে হেডের ওয়ানডে ক্যারিয়ার নতুন করে শুরু হয়। এরপর ১৬ ইনিংসে ৫ হাফসেঞ।চুরি ও ২ সেঞ্চুরিতে ৭৯১ রান সংগ্রহ করেন। যা তাকে বিশ্বকাপ দলে রাখতে সহায়তা করে।

নিউজটি শেয়ার করুন

দুটি খেলায় হেরে সুখবর পেয়েছে টিম অস্ট্রেলিয়া

আপডেট সময় : ১০:০৮:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

নিজেদের ফিরে পাওয়ার ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হওয়ার আগে সুখবর পেয়েছে টিম অস্ট্রেলিয়া। ওয়ানডে বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আগামীকাল সোমবার (১৬ অক্টোবর) শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ইতোমধ্যে তারা দুই ম্যাচ খেলে ফেলেছে। যেখানে দুটিতেই হেরে মাঠ ছেড়েছে অস্ট্রেলিয়া।

প্রত্যাশার চেয়েও দ্রুতগতিতে সেরে উঠেছেন ট্রাভিস হেড। রোববার (১৫ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইতোমধ্যে তিনি ব্যাটিং অনুশীলনে ফিরেছেন বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে বাম হাতের চোট কাটিয়ে চলতি সপ্তাহের শেষ দিকে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

বিশ্বকাপের আগে শেষ সিরিজে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে জেরল্ড কুটসিয়ার বাউন্সারে বাম হাতে চোট পান এ বাঁহাতি ওপেনার। পরে স্ক্যানে চিড় ধরা পড়ে তার। তারপরও তাকে রেখেই বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করে অস্ট্রেলিয়া।

ইনজুরি থেকে ফিরে আসার সুযোগ দিয়ে হেডকে রেখেই বিশ্বকাপ খেলতে ভারতে আসে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ২৯ বছর বয়সী এ ক্রিকেটারকে টুর্নামেন্টের শেষ দিকে পাওয়ার আশায় স্কোয়াডে রেখে দেয়া হয়। এবার মাঝপথেই তিনি দলে ফিরতে যাচ্ছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে চোটের ব্যাপারে হেড নিজে জানান, আমার রিহ্যাব ভালোভাবেই এগুচ্ছে এবং সম্ভবত আমাদের আশার চেয়েও ভালো। আমরা যখন অস্ত্রোপচার না করার সিদ্ধান্ত নেই, যেটি করলে ১০ সপ্তাহ লেগে যেত, তখন আমাদের বলা হয়েছিল ব্যান্ডেজ অন্তত ৬ সপ্তাহ রাখা লাগবে।

গত শুক্রবার হাতের ব্যান্ডেজ খুলে থ্রো ডাউনে ব্যাটিং শুরু করেছেন হেড। এই সপ্তাহে স্বাভাবিকভাবে পুর্ণ মাত্রার ব্যাটিং অনুশীলন করবেন তিনি। পরে অ্যাডিলেইড থেকে আগামী বৃহস্পতিবার ভারতের উদ্দেশে উড়াল দেওয়ার কথা রয়েছে তার।

হেড আরও বলেন, সেই পরিকল্পনা অনুযায়ী নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি ছয় সপ্তাহের কিছু কম সময়ের মধ্যে হবে যা কিছুটা তাড়াহুড়ো হবে। তাই ওই ম্যাচ ধরার জন্য এখন থেকে সবকিছু সুন্দরভাবে যেতে হবে।

আগামী শুক্রবার (২০ অক্টোবর) ব্যাঙ্গালুরুতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন না হেড। ২৫ অক্টোবর নেদারল্যান্ডসের বিপক্ষে একাদশে থাকার জন্য তিনি তৈরি থাকবেন। এরপর যথাক্রমে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার হয়ে মাঠ মাতাতে দেখা যাবে তাকে। সে হিসেবে দল থেকে বাদ পড়তে পারেন মিচেল মার্শ। অজিদের হয়ে বিশ্বকাপের দুটি ম্যাচে মার্শের রান যথাক্রমে ০ ও ৭ রান। আরেক ওপেনার ওয়ার্নার প্রথম ম্যাচে করেছেন ৪১ রান দ্বিতীয় ম্যাচে করেছেন ১৭ রান।

প্রায় চার বছর বিরতি দিয়ে গত বছর পাকিস্তান সফরে হেডের ওয়ানডে ক্যারিয়ার নতুন করে শুরু হয়। এরপর ১৬ ইনিংসে ৫ হাফসেঞ।চুরি ও ২ সেঞ্চুরিতে ৭৯১ রান সংগ্রহ করেন। যা তাকে বিশ্বকাপ দলে রাখতে সহায়তা করে।