ঢাকা ১২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:৫৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
  • / ৪২৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কর্মসূচির নামে অরাজকতা করলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আজ রোববার সকালে রাজধানীর ফার্মগেটে ফুটওভার ব্রিজের উদ্বোধন করে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নির্বাচন আসলে একটি গোষ্ঠি ষড়যন্ত্র শুরু করে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একমাত্র ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন সম্ভব।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীর কোন ফুট ওভারব্রিজে দোকান বসতে দেয়া হবে না।

এসময় ফার্মগেট এলাকার মাঠটি পুনরুদ্ধার করে আবারও সবুজায়নের পর খেলার মাঠে পরিণত করার ঘোষণা দেন উত্তরের মেয়র।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্র জানায়, রাজধানীর এলিভেটেট এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য প্রায় দেড় বছর আগে ব্যস্ততম ফার্মগেট এলাকায় ফুটওভার ব্রিজটি ভেঙে ফেলা হয়েছিল। যে কারণে রাস্তা পারাপারে বিড়ম্বনার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি পোহাতে হচ্ছিল। প্রায় তিন মাস আগে ব্রিজ নির্মাণকাজ শেষ হয়। তবে বিভিন্ন কারণে তা এতদিন চালু করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি ও ডিএমপি মিলে ফার্মগেট ফুটওভারব্রিজ হকারমুক্ত দেখতে চাই। কারণ ফার্মগেট ফুটওভারব্রিজ আমাদের একটি হার্ট। যদি এখানে কোনো হকার বসে তাহলে এটি নষ্ট হয়ে যাবে। এখানে মানুষজন চলতে কষ্ট পাবেন। এখানে যেন কোনো হকার না বসতে পারে এবং কোনো ভবঘুরে যেন না থাকতে পারে, এ জন্য আমি ডিএমপি কমিশনারকে অনুরোধ জানাচ্ছি।

ডিএনসিসি মেয়র আরও বলেন, আমি বলে দিচ্ছি, হকার উচ্ছেদের বিষয়ে আমার কোনো সুপারিশ কল আপনার কাছে যাবে না। ফুটওভার ব্রিজের উপর কোনো কাউন্সিলর দোকান বরাদ্দ দিতে পারবে না।

নিউজটি শেয়ার করুন

বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট সময় : ১০:৫৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩

সন্ত্রাসী কর্মকাণ্ড ছেড়ে বিএনপিকে নির্বাচনের প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কর্মসূচির নামে অরাজকতা করলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আজ রোববার সকালে রাজধানীর ফার্মগেটে ফুটওভার ব্রিজের উদ্বোধন করে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

নির্বাচন আসলে একটি গোষ্ঠি ষড়যন্ত্র শুরু করে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একমাত্র ভোটের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন সম্ভব।

এসময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, রাজধানীর কোন ফুট ওভারব্রিজে দোকান বসতে দেয়া হবে না।

এসময় ফার্মগেট এলাকার মাঠটি পুনরুদ্ধার করে আবারও সবুজায়নের পর খেলার মাঠে পরিণত করার ঘোষণা দেন উত্তরের মেয়র।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, পুলিশের আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের কমিশনার হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্র জানায়, রাজধানীর এলিভেটেট এক্সপ্রেসওয়ে নির্মাণের জন্য প্রায় দেড় বছর আগে ব্যস্ততম ফার্মগেট এলাকায় ফুটওভার ব্রিজটি ভেঙে ফেলা হয়েছিল। যে কারণে রাস্তা পারাপারে বিড়ম্বনার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকি পোহাতে হচ্ছিল। প্রায় তিন মাস আগে ব্রিজ নির্মাণকাজ শেষ হয়। তবে বিভিন্ন কারণে তা এতদিন চালু করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এসময় ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ডিএনসিসি ও ডিএমপি মিলে ফার্মগেট ফুটওভারব্রিজ হকারমুক্ত দেখতে চাই। কারণ ফার্মগেট ফুটওভারব্রিজ আমাদের একটি হার্ট। যদি এখানে কোনো হকার বসে তাহলে এটি নষ্ট হয়ে যাবে। এখানে মানুষজন চলতে কষ্ট পাবেন। এখানে যেন কোনো হকার না বসতে পারে এবং কোনো ভবঘুরে যেন না থাকতে পারে, এ জন্য আমি ডিএমপি কমিশনারকে অনুরোধ জানাচ্ছি।

ডিএনসিসি মেয়র আরও বলেন, আমি বলে দিচ্ছি, হকার উচ্ছেদের বিষয়ে আমার কোনো সুপারিশ কল আপনার কাছে যাবে না। ফুটওভার ব্রিজের উপর কোনো কাউন্সিলর দোকান বরাদ্দ দিতে পারবে না।