গাজায় ১৩শ’র বেশি ভবন ধ্বংস, মৃত্যু ৩৮০০ ছাড়িয়েছে
- আপডেট সময় : ০৪:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ৪২৯ বার পড়া হয়েছে
গাজা উপত্যকায় ইসরাইলি অভিযানে ১৩শ’র ও বেশি ভবন ধ্বংস হয়েছে। আর মৃত্যু সংখ্যা ৩ হাজার ৮০০ ছাড়িয়ে গেছে। প্রায় এক সপ্তাহব্যাপী ইসরাইলি বাহিনীর ভয়াবহ বোমা বর্ষণের পর ভবন ধ্বংসের খবর জানিয়ে জাতিসংঘ শনিবার এ কথা বলেছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার (১৫ অক্টোবর) জানিয়েছে, হামাসের হামলায় ইসরায়েলে মৃতের সংখ্যা ১ হাজার ৪০০ ছাড়িয়েছে। অপরদিকে দখলদার ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন ২ হাজার ৪৫০ ফিলিস্তিনি।
অপরদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে বলেছে, গাজায় ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে ২ হাজার ৪৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহতের সংখ্যা ৯ হাজার ২০০ জনে পৌঁছেছে।
জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ বলেছে, ওই ভবন গুলোর ‘৫,৫৪০টি আবাসন ইউনিট’ ধ্বংস হয়ে গেছে এবং আরও প্রায় ৩,৭৫০টি বাড়ি এত খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যে এগুলো বসবাসের অযোগ্য।
গাজা উপত্যকায় ইসরায়েলি অব্যাহত হামলায় কমপক্ষে ২,৩২৯ জন নিহত হয়েছে। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এ কথা জানিয়েছে। মন্ত্রণালয় বলেছে, রবিবার সকাল ৭:৪৭ টা (০৪:৪৭ জিএমটি) পর্যন্ত এই হিসাবে হামলায় ৯,০৪২ জন আহত হয়েছে। ইসরায়েল গাজায় চরম প্রতিশোধমূলক বিমান হামলা অব্যাহত রেখেছে।