গাজায় ইসরায়েলের হামলার নিন্দা জানানো দেশের সংখ্যা বাড়ছেই
- আপডেট সময় : ০৫:০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ৪১৭ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলার পর অনেক দেশই এই হামলার সমালোচনা করেছিল। এর পর গাজায় হামলা শুরু করে ইসরায়েল। এতে এ পর্যন্ত দুই হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এবার ইসরায়েলের এই হামলার নিন্দা জানাতে শুরু করেছে অনেক দেশ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলের হামলার নিন্দা জানানো দেশের সংখ্যা বাড়ছেই।
আল জাজিরা বলছে, গাজায় একের পর এক বোমা ফেলছে ইসরায়েল। গত বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, এরই মধ্যে ৬ হাজারের বেশি বোমা ফেলা হয়েছে গাজায়। এমনকি অধিকৃত পশ্চিম তীরেও হামলা চালিয়েছে ইসরায়েল।
ইসরায়েলের হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ায় এবার বিশ্বের অনেক দেশ সরাসরি বিবৃতি দিয়ে সমালোচনা করছে। অনেক দেশ পরোক্ষভাবে ইসরায়েলের হামলার নিন্দা করছে। এমনকি জাতিসংঘও এই হামলায় নিন্দা জানিয়েছে। এ তালিকায় অবাক করে দেওয়া কয়েকটি দেশের নামও রয়েছে। এর মধ্যে রয়েছে আয়ারল্যান্ড ও নরওয়ে।
এর মধ্যে আয়ারল্যান্ডকে নিয়েই চলছে আলোচনা। সম্প্রতি এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী লিও ভারাদকার ইসরায়েলের সমালোচনা করেন। মূলত গাজায় বিদ্যুৎ, জ্বালানি ও পানির সরবরাহ বন্ধের তীব্র নিন্দা জানান তিনি। এটি আন্তর্জাতিক মানবাধিকার লঙ্ঘন বলেই মন্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী লিও ভারাদকার।
নরওয়ের প্রধানমন্ত্রী কোনো মন্তব্য না করলেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনিকেন হুইতফেল্ট বলেন, এভাবে গাজা অবরোধ করা মোটেই কাম্য নয়। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
আলজেরিয়া, আফ্রিকান ইউনিয়ন, বেলিজ, ব্রাজিল, কলম্বিয়া, কিউবা, ইন্দোনেশিয়া, ইরাক, ইরান, কুয়েত, মরক্কো, মালয়েশিয়া, মালদ্বীপ, ওমান, কাতার, রাশিয়া, সিরিয়া, দক্ষিণ আফ্রিকা, ভেনেজুয়েলাসহ আরও কয়েকটি দেশ ইসরায়েলের সমালোচনা করেছে।