ব্লিঙ্কেনকে শান্তির পথ খুঁজতে বলেছেন সৌদি যুবরাজ
- আপডেট সময় : ০৫:০৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩
- / ৪২৯ বার পড়া হয়েছে
ইসরায়েল হামাস সংঘাত ইস্যুতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের (এমবিএস) সঙ্গে রিয়াদে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আলোচনা খুবই ফলপ্রসূ হয়েছে বলে রোববার সাংবাদিকদের জানিয়েছেন ব্লিঙ্কেন। এ নিয়ে একটি বিবৃতিও প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।
বেসামরিকদের সুরক্ষা এবং মধ্যপ্রাচ্য ও এর বাইরে স্থিতিশীলতা নিশ্চিত করতে দুজনই অঙ্গীকার ব্যক্ত করেছেন বলে এক বিবৃতিতে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। হামাসের হামলা বন্ধ করা এবং জিম্মিদের মুক্ত করার বিষয়ে আমেরিকার উদ্যোগের কথা তুলে ধরেছেন ব্লিঙ্কেন।
এমন এক সময়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক হলো, যখন গাজায় স্থল হামলা শুরু করার জন্য পুরো প্রস্তুত বলে জানিয়েছে ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ব্লিঙ্কেন বলেন, সংঘাত ছড়িয়ে পড়া রোধে আমেরিকা যে কাজ করে যাচ্ছে, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে মোহাম্মদ বিন সালমানের সঙ্গে।
এই সংঘাত বন্ধে আন্তর্জাতিক নীতিমালা মেনে কোনো পথ বের করার ব্যাপারে বৈঠকে জোর তাগিদ দিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গাজায় ইসরায়েলি অবরোধ বন্ধ করার ব্যাপারেও কথা বলেন তিনি। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বলছে, ব্লিঙ্কেনকে একটি শান্তির পথ খুঁজতে বলেছেন মোহাম্মদ বিন সালমান। এ সময় তিনি ফিলিস্তিনিদের অধিকারের কথাও জানান।
এদিকে বুধবার জেদ্দায় গাজা ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি।