ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েল-হামাসের সংঘাতে প্রাণ গেছে ১৫ সাংবাদিকের

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
  • / ৫৪৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েল ও গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের লড়াইয়ে এ পর্যন্ত ১৫ জন সাংবাদিক মারা গেছেন। আহত হয়েছেন আটজন, আর নিখোঁজ বা অপহরণের শিকার তিন সাংবাদিক।

সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সিপিজের ওয়েবসাইটে সাংবাদিক হত্যা নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে সিপিজে জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ সাংবাদিকই ফিলিস্তিনের। আর তিনজন ইসরায়েলের ও একজন লেবাননের।

গাজা উপত্যকায় অবস্থান করা সাংবাদিকরা উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে সিপিজে। কারণ হিসেবে সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলের স্থল ও বিমান হামলা এবং ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের মুখে সংঘাতের খবর সংগ্রহের চেষ্টায় রয়েছে সাংবাদিকরা।

সাংবাদিকদের হতাহতের এই পরিসংখ্যান বাদেও আরও শতাধিক সাংবাদিককে হত্যা, নিখোঁজ, হেফাজতে নেওয়া, হুমকি দেওয়া ও আবাসনে হামলার বিষয়ে অনুসন্ধান করবে সিপিজে।

সংগঠনটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার প্রোগ্রাম সমন্বয়কারী সেরিফ মানসুর বলেন, ‘এই সংকটের সময়ও সাংবাদিকরা গুরুত্বপূর্ণ কাজ করছেন। যুদ্ধরত পক্ষগুলোকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। এই হৃদয়বিদারক সংঘাতের খবর সংগ্রহের জন্য এই অঞ্চলের সাংবাদিকরা অনেক ত্যাগ স্বীকার করছেন। সব পক্ষকেই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে।’

নিউজটি শেয়ার করুন

ইসরায়েল-হামাসের সংঘাতে প্রাণ গেছে ১৫ সাংবাদিকের

আপডেট সময় : ০২:৩২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

ইসরায়েল ও গাজার সশস্ত্র গোষ্ঠী হামাসের লড়াইয়ে এ পর্যন্ত ১৫ জন সাংবাদিক মারা গেছেন। আহত হয়েছেন আটজন, আর নিখোঁজ বা অপহরণের শিকার তিন সাংবাদিক।

সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) সিপিজের ওয়েবসাইটে সাংবাদিক হত্যা নিয়ে প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে সিপিজে জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ সাংবাদিকই ফিলিস্তিনের। আর তিনজন ইসরায়েলের ও একজন লেবাননের।

গাজা উপত্যকায় অবস্থান করা সাংবাদিকরা উচ্চ ঝুঁকিতে রয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে সিপিজে। কারণ হিসেবে সংগঠনটি জানিয়েছে, ইসরায়েলের স্থল ও বিমান হামলা এবং ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের মুখে সংঘাতের খবর সংগ্রহের চেষ্টায় রয়েছে সাংবাদিকরা।

সাংবাদিকদের হতাহতের এই পরিসংখ্যান বাদেও আরও শতাধিক সাংবাদিককে হত্যা, নিখোঁজ, হেফাজতে নেওয়া, হুমকি দেওয়া ও আবাসনে হামলার বিষয়ে অনুসন্ধান করবে সিপিজে।

সংগঠনটির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার প্রোগ্রাম সমন্বয়কারী সেরিফ মানসুর বলেন, ‘এই সংকটের সময়ও সাংবাদিকরা গুরুত্বপূর্ণ কাজ করছেন। যুদ্ধরত পক্ষগুলোকে লক্ষ্যবস্তু করা উচিত নয়। এই হৃদয়বিদারক সংঘাতের খবর সংগ্রহের জন্য এই অঞ্চলের সাংবাদিকরা অনেক ত্যাগ স্বীকার করছেন। সব পক্ষকেই তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নিতে হবে।’