জাতীয় পুরস্কার পেলেন অল্লু, আলিয়া!
- আপডেট সময় : ০৩:৫৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ৫৩৪ বার পড়া হয়েছে
এ বছর ভারতের ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় গাঙ্গুবাই কাথিয়াওয়াড়িতে অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার বাগিয়ে নিয়েছেন তিনি। আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হয়েছে ৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের অনুষ্ঠান।
তারকাদের জন্য এক বিশেষ গর্বের দিন। প্রতিভার যথার্থ স্বীকৃতি পেলেন শিল্পীরা। ভারতের রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার গ্রহণ করেছেন এ বছরের বিজেতাগন।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে জাতীয় পুরস্কার নিলেন আলিয়া ভাট। ‘গাঙ্গুবাই কাথিয়াওয়ারি’র জন্য সেরা অভিনেত্রীর শিরোপা পেলেন তিনি। সেরা অভিনেতার মুকুট দক্ষিণী তারকা অল্লু অর্জুনের মাথায়। ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবির জন্য এই পুরস্কার পেলেন তিনি। আলিয়ার সঙ্গেই সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন কৃতী স্যানন। ‘মিমি’-তে অভিনয়ের জন্য এই সম্মান পেলেন তিনি।
জাতীয় পুরস্কার পাওয়ার প্রসঙ্গে ন্যাশনাল টিভি চ্যানেল ডিডি নিউজকে আলিয়া জানান, ‘আমার কৃতজ্ঞ, গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি-এর জন্য আমি আমার প্রথম জাতীয় পুরস্কার পেয়ে সম্মানিত বোধ করছি। এরজন্য সঞ্জয়লীলা বনশালিকে বিশেষ ধন্যবাদ।’
দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন ওয়াহিদা রহমান। এই সম্মান পেয়ে আবেগঘন হয়ে পড়েন তিনি।
বিদেশের মঞ্চ দাপিয়ে দেশেও ‘আরআরআর’-এর উজ্জ্বল উপস্থিতি। বেস্ট পপুলার ফিল্ম, বেস্ট কোরিওগ্রাফি-সহ আরও একাধিক বিভাগে মোট ৬টি জাতীয় পুরস্কার এসেছে এস এস রাজামৌলি পরিচালিত এই ছবির ঝুলিতে। পঞ্চম বার জাতীয় পুরস্কার পেলেন শ্রেয়া ঘোষাল। পুরস্কার নিতে উঠে তাঁর মুখে উচ্ছ্বাস স্পষ্ট।
২০২৩ সালের জাতীয় পুরস্কার বিজয়ীরা হাজির ছিলেন এই মর্যাাদপূর্ণ আয়োজনে। পুরস্কার গ্রহণ করেছেন কৃতি স্যানন, আল্লু অর্জুনরা।
এদিকে শেরশাহ-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন করণ জোহর। বিষ্ণু বর্ধন ছবিটির জন্যে পুরস্কার পেয়েছেন। ছেলো শো-এর জন্য সেরা শিশু শিল্পীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন বাবিন রাবড়ি। যিনি পরিচালক পান নলিনের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।