অডিও ফাঁসের ঘটনায় থাই প্রধানমন্ত্রীকে বরখাস্ত

- আপডেট সময় : ০৪:২৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫
- / ৩৫৭ বার পড়া হয়েছে

কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত বিরোধ সংক্রান্ত সাম্প্রতিক ফাঁস হওয়া একটি অডিও প্রকাশের ঘটনায় থাইল্যান্ডের সাংবিধানিক আদালত মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী পাইতংতার্ন সিনাওয়াত্রাকে বরখাস্ত করেছে।
কম্বোডিয়ার স্ট্রংম্যান হুন সেনের সঙ্গে ফোনালাপের জন্য আদালত পেতংতার্নের বিরুদ্ধে আনা অভিযোগ গ্রহণ করে এবং তাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে বরখাস্ত করে।
৩৬ জন সিনেটরের একটি দল তার বিরুদ্ধে ‘গুরুতর নৈতিক অসদাচরণ ও অসততার’ অভিযোগ এনে মামলা দায়ের করেন।
কম্বোডিয়ার সিনেট প্রধান হুন সেনের সঙ্গে পায়েতংতার্ন ও কম্বোডিয়ার সিনেট প্রধান হুন সেনের মধ্যকার একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর আদালতের এই আদেশ দেওয়া হয়, যেখানে থাই নেত্রী কম্বোডিয়ার সঙ্গে সীমান্ত উত্তেজনা বৃদ্ধির বিষয়ে তার দেশের সামরিক বাহিনী, বিশেষ করে দ্বিতীয় সেনা অঞ্চলের কমান্ডারের সমালোচনা করেন।
ক্ষমতাসীন জোট থেকে একটি গুরুত্বপূর্ণ দল বেরিয়ে যাওয়ার পর রাজা মহা ভাজিরালংকর্ন মন্ত্রিসভায় রদবদল অনুমোদন করার কয়েক ঘণ্টা পর পাইতংতার্নকে বরখাস্ত করা হয়।
আত্মরক্ষার জন্য তার হাতে ১৫ দিন সময় রয়েছে বলে জানিয়েছে থাই পিবিএস।
আদালতের আদেশের পর পায়েতংতার্ন বলেন, ‘আমি জাতীয় স্বার্থে ফোন কলটি করেছি।
সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে ৩৮ বছর বয়সী পাইতংতার্ন গত আগস্টে থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ এবং একমাত্র দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন।
“ফোনালাপটি হয়তো কিছু লোককে ক্ষুব্ধ করেছে। তবে আমি প্রমাণ করব যে জাতীয় স্বার্থ রক্ষায় আমার শতভাগ প্রচেষ্টা ছিল,” ব্যাংককের গভর্নমেন্ট হাউসে সাংবাদিকদের বলেন তিনি।
নয়জন বিচারপতির মধ্যে দুজন তাকে বরখাস্ত করার বিপক্ষে ভোট দেন।
উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ফুমথাম ওয়েচায়াচাইকে রাজকীয় অনুমোদন না দেওয়া পর্যন্ত উপ-প্রধানমন্ত্রী ও পরিবহনমন্ত্রী সুরিয়া জাংগ্রুনগ্রেংকিট ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
পরিবর্তিত মন্ত্রিসভায়, পাইটংটার্ন সংস্কৃতি মন্ত্রীর দায়িত্ব পালন করার কথা ছিল এবং একই দিনে অনুমোদন নির্ধারণ করা হয়েছে, তবে শীর্ষ আদালতের আদেশ সেই ভূমিকাকে প্রভাবিত করে কিনা তা এখনও স্পষ্ট নয়।
আগের ক্ষমতাসীন ব্লকের দ্বিতীয় বৃহত্তম অংশীদার ভুমজাইথাই পার্টি গত মাসে তাদের সমর্থন প্রত্যাহার করে নেয়ার পর মন্ত্রিসভায় নতুন আটটি মনোনয়ন জরুরি হয়ে পড়ে।
গত ২৮ মে থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে, যখন সীমান্তে সেনাদের গুলি বিনিময় হয়, এতে একজন কম্বোডিয়ান সৈন্য নিহত হয়।
দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই দেশ তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে। সুত্র-আনাদোলু এজেন্সি