ঢাকা ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

মারা গেছেন গায়িকা জিনাত রেহানা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / ৩৫৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের প্রখ্যাত সংগীতশিল্পী জিনাত রেহানা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।

বরেণ্য এ শিল্পীর পারিবারিক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীর গুলশান আজাদ মসজিদে জিনাত রেহানার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে তার আরেক দফা জানাজা শেষে বনানীর কবরস্থানে দাফন করা হবে তাকে।

১৯৬৪ সালে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হন জিনাত রেহানা। তার গাওয়া ১৯৬৪ সালের গান ‘সাগরের তীর থেকে’ শ্রোতাহৃদয়ে জায়গা করে নেন। গানটি ব্যাপক জনপ্রিয় ও পরিচিতি এনে দেয় তাকে।

১৯৬৫ সালে টেলিভিশনের শিল্পী হিসেবেও সংগীত ইন্ডাস্ট্রিতে অভিষেক করেন জিনাত রেহানা। তবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করার জন্য সংগীতে নিয়মিত পাওয়া যায়নি তাকে। এরপরও তার গাওয়া অনেক গান এখনো বেশ জনপ্রিয়।

গুণী এই গায়িকার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’ ইত্যাদি।

নিউজটি শেয়ার করুন

মারা গেছেন গায়িকা জিনাত রেহানা

আপডেট সময় : ০৩:৩৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

দেশের প্রখ্যাত সংগীতশিল্পী জিনাত রেহানা মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার।

বরেণ্য এ শিল্পীর পারিবারিক সূত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাজধানীর গুলশান আজাদ মসজিদে জিনাত রেহানার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে বিকেল ৩টায় চ্যানেল আই প্রাঙ্গণে তার আরেক দফা জানাজা শেষে বনানীর কবরস্থানে দাফন করা হবে তাকে।

১৯৬৪ সালে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হন জিনাত রেহানা। তার গাওয়া ১৯৬৪ সালের গান ‘সাগরের তীর থেকে’ শ্রোতাহৃদয়ে জায়গা করে নেন। গানটি ব্যাপক জনপ্রিয় ও পরিচিতি এনে দেয় তাকে।

১৯৬৫ সালে টেলিভিশনের শিল্পী হিসেবেও সংগীত ইন্ডাস্ট্রিতে অভিষেক করেন জিনাত রেহানা। তবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করার জন্য সংগীতে নিয়মিত পাওয়া যায়নি তাকে। এরপরও তার গাওয়া অনেক গান এখনো বেশ জনপ্রিয়।

গুণী এই গায়িকার গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে ‘একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’ ইত্যাদি।