‘আইনি প্রক্রিয়া মেনেই উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন’

- আপডেট সময় : ০৪:০৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
- / ৩৫১ বার পড়া হয়েছে

যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া অস্ত্রের লাইসেন্স পেয়েছেন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (বুধবার, ২ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ধান গবেষণা ইনস্টিটিউটে (বিআরসি) কৃষি বিষয়ক আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ‘যথাযথ আইনি প্রক্রিয়া মেনেই স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অস্ত্রের লাইসেন্স পেয়েছেন।’ তবে অস্ত্রের ম্যাগজিন বহনের ঘটনাটি ভুল ছিল বলে আবারো উল্লেখ করেন তিনি।
এসময় উপদেষ্টা জানান, কুমিল্লার মুরাদনগর এবং ভোলায় নির্যাতন ও ধর্ষণের ঘটনায় যারা জড়িত তাদের সবাইকে সাথে সাথে আইনের আওতায় আনা হয়েছে।
তিনি বলেন, ‘মুরাদনগরের মতো কোনো ঘটনা যেন দেশে না ঘটে সে বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।’ কৃষির বিষয়ে উপদেষ্টা বলেন, ‘সবজি সংরক্ষণের জন্য সারাদেশে ছোট বড় ১০০টি কোল্ড স্টোরেজ করার কাজ করছে সরকার।’
বৃষ্টির পানি ধরে রাখার পাশাপাশি খাল খননসহ বিভিন্ন কৃষি খাতে প্রকল্প হাতে নেয়া হয়েছে জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এগুলো বাস্তবায়ন হলে কৃষক থেকে শুরু করে ভোক্তা উপকৃত হবে।’