ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

এই সরকার বন্দর বিক্রি করতে আসেনি: নৌ উপদেষ্টা সাখাওয়াত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / ৩৫৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নৌ-পরিবহন ও শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের বন্দর বিক্রি করতে আসেনি বরং সক্ষমতা ও স্বচ্ছতা বাড়াতে চায়। আপাতত চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হচ্ছে। তবে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

আজ (বুধবার, ২ জুলাই) চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘ডিপি ওয়ার্ল্ডকে মালিকানা দেওয়ার কোনো আলোচনা নেই, বরং পরিচালনার দায়িত্ব দিয়ে রাজস্ব আয় ও সক্ষমতা ২০ থেকে ২৫ শতাংশ বাড়ানোর লক্ষ্যে আলোচনা চলছে। এই কোম্পানিটি বিশ্বের ৮০টিরও বেশি বন্দরে কাজ করছে, তাদের বিনিয়োগে দেশের লাভই হবে।’

তিনি জানান, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল এতদিন পরিচালনায় ছিল সাইফ পাওয়ারটেকের অধীনে। ২০১৫ সাল থেকে প্রতিষ্ঠানটি পূর্ণ দায়িত্বে থাকলেও তাদের চুক্তির মেয়াদ ৬ জুলাই শেষ হচ্ছে। নতুন করে মেয়াদ না বাড়িয়ে দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হচ্ছে, প্রয়োজনে ছয় মাসের বেশি সময় তারা পরিচালনা করবে।

সাখাওয়াত হোসেন বলেন, ‘যারা এতদিন কাজ করেছেন, তাদের কেউ চাকরি হারাবে না। যার যে পদ, তিনি সেখানে থাকবেন। চুক্তির মেয়াদ শেষ হলেও সাইফ পাওয়ারটেক সহযোগী হিসেবে থাকবেন।’

তিনি আরও জানান, চট্টগ্রাম বন্দরের কাস্টমস কমিশনারকে সাময়িক বরখাস্ত প্রসঙ্গে এনবিআর সিদ্ধান্ত নিয়েছে। তবে কারও কর্মবিরতি বা শাটডাউনের মাধ্যমে পুরো দেশকে জিম্মি করার আচরণ গ্রহণযোগ্য নয়, সে কারণেই দায়িত্ব পুনর্বিন্যাস করা হচ্ছে।

এসময় উপদেষ্টা জানান, তিন মাসের মধ্যে মংলা বন্দরে দুটি টার্মিনাল নির্মাণের কাজ শুরু করবে চীন। মংলাকে গাড়ি আমদানির বিকল্প হাব হিসেবেও ভাবা হচ্ছে।

অন্যদিকে, এনবিআর ও রাজস্ব ব্যবস্থার বিষয়ে উপদেষ্টা কমিটির বৈঠকে কীভাবে ভ্যাট-ট্যাক্স আদায় বাড়ানো যায় এবং গতি আনা যায়, সে বিষয়ে প্রাথমিক আলোচনাও হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এই সরকার বন্দর বিক্রি করতে আসেনি: নৌ উপদেষ্টা সাখাওয়াত

আপডেট সময় : ০৪:০৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

নৌ-পরিবহন ও শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, বর্তমান সরকার দেশের বন্দর বিক্রি করতে আসেনি বরং সক্ষমতা ও স্বচ্ছতা বাড়াতে চায়। আপাতত চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হচ্ছে। তবে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

আজ (বুধবার, ২ জুলাই) চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, ‘ডিপি ওয়ার্ল্ডকে মালিকানা দেওয়ার কোনো আলোচনা নেই, বরং পরিচালনার দায়িত্ব দিয়ে রাজস্ব আয় ও সক্ষমতা ২০ থেকে ২৫ শতাংশ বাড়ানোর লক্ষ্যে আলোচনা চলছে। এই কোম্পানিটি বিশ্বের ৮০টিরও বেশি বন্দরে কাজ করছে, তাদের বিনিয়োগে দেশের লাভই হবে।’

তিনি জানান, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল এতদিন পরিচালনায় ছিল সাইফ পাওয়ারটেকের অধীনে। ২০১৫ সাল থেকে প্রতিষ্ঠানটি পূর্ণ দায়িত্বে থাকলেও তাদের চুক্তির মেয়াদ ৬ জুলাই শেষ হচ্ছে। নতুন করে মেয়াদ না বাড়িয়ে দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হচ্ছে, প্রয়োজনে ছয় মাসের বেশি সময় তারা পরিচালনা করবে।

সাখাওয়াত হোসেন বলেন, ‘যারা এতদিন কাজ করেছেন, তাদের কেউ চাকরি হারাবে না। যার যে পদ, তিনি সেখানে থাকবেন। চুক্তির মেয়াদ শেষ হলেও সাইফ পাওয়ারটেক সহযোগী হিসেবে থাকবেন।’

তিনি আরও জানান, চট্টগ্রাম বন্দরের কাস্টমস কমিশনারকে সাময়িক বরখাস্ত প্রসঙ্গে এনবিআর সিদ্ধান্ত নিয়েছে। তবে কারও কর্মবিরতি বা শাটডাউনের মাধ্যমে পুরো দেশকে জিম্মি করার আচরণ গ্রহণযোগ্য নয়, সে কারণেই দায়িত্ব পুনর্বিন্যাস করা হচ্ছে।

এসময় উপদেষ্টা জানান, তিন মাসের মধ্যে মংলা বন্দরে দুটি টার্মিনাল নির্মাণের কাজ শুরু করবে চীন। মংলাকে গাড়ি আমদানির বিকল্প হাব হিসেবেও ভাবা হচ্ছে।

অন্যদিকে, এনবিআর ও রাজস্ব ব্যবস্থার বিষয়ে উপদেষ্টা কমিটির বৈঠকে কীভাবে ভ্যাট-ট্যাক্স আদায় বাড়ানো যায় এবং গতি আনা যায়, সে বিষয়ে প্রাথমিক আলোচনাও হয়েছে বলে তিনি জানান।