ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুর-কুড়িগ্রামের পথে এনসিপি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / ৩৫৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘নতুন দেশ গড়ার নতুন বন্দোবস্ত’ স্লোগানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী ঘোষিত জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনের যাত্রা শুরু হয়েছে রংপুরের সাতমাথা থেকে। আজ (বুধবার, ২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুর নগরীর বালাটাড়ি এলাকায় জনতার সঙ্গে কথা বলে কুড়িগ্রাম অভিমুখে যাত্রা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পদযাত্রায় অংশ নিয়ে এনসিপির নেতারা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান শুধু স্মৃতি নয়, এটা বাংলাদেশের ভবিষ্যৎ রচনার আন্দোলন। আমরা চাই, এই পথচলা হোক জনগণের প্রত্যাশিত রাষ্ট্রব্যবস্থার দিকে অগ্রযাত্রা।’

নেতারা আরও জানান, এই পদযাত্রার মাধ্যমে তারা দেশের মানুষের কাছে পৌঁছাতে চান, ব্যাখ্যা করতে চান; কেন ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়ন জরুরি, কেন নতুন সংবিধান প্রণয়ন ও গণপরিষদ নির্বাচন ছাড়া কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব নয়।

পদযাত্রায় নেতৃত্ব দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় নেত্রী ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ নেতারা ও জুলাই যোদ্ধারা।

প্রসঙ্গত, মঙ্গলবার (১ জুলাই) শহীদ আবু সাঈদের সমাধিস্থ রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রাম থেকে শুরু হয় এনসিপির ‘জুলাই পদযাত্রা’। প্রথম দিন রংপুর থেকে গাইবান্ধা হয়ে ফিরে আসে রংপুরে। দ্বিতীয় দিনে তারা রওনা হয় কুড়িগ্রামের পথে।

এনসিপির নেতারা বলছেন, এই পদযাত্রা চলবে আগস্ট পর্যন্ত। প্রতিটি পথসভায় জনগণকে সঙ্গে নিয়ে চলমান সংস্কার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক অভিযাত্রার জন্য জনমত গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে রংপুর-কুড়িগ্রামের পথে এনসিপি

আপডেট সময় : ০৪:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

‘নতুন দেশ গড়ার নতুন বন্দোবস্ত’ স্লোগানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মাসব্যাপী ঘোষিত জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনের যাত্রা শুরু হয়েছে রংপুরের সাতমাথা থেকে। আজ (বুধবার, ২ জুলাই) সকাল সাড়ে ১০টায় রংপুর নগরীর বালাটাড়ি এলাকায় জনতার সঙ্গে কথা বলে কুড়িগ্রাম অভিমুখে যাত্রা করেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

পদযাত্রায় অংশ নিয়ে এনসিপির নেতারা বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থান শুধু স্মৃতি নয়, এটা বাংলাদেশের ভবিষ্যৎ রচনার আন্দোলন। আমরা চাই, এই পথচলা হোক জনগণের প্রত্যাশিত রাষ্ট্রব্যবস্থার দিকে অগ্রযাত্রা।’

নেতারা আরও জানান, এই পদযাত্রার মাধ্যমে তারা দেশের মানুষের কাছে পৌঁছাতে চান, ব্যাখ্যা করতে চান; কেন ‘জুলাই ঘোষণাপত্র’ বাস্তবায়ন জরুরি, কেন নতুন সংবিধান প্রণয়ন ও গণপরিষদ নির্বাচন ছাড়া কাঙ্ক্ষিত বাংলাদেশ সম্ভব নয়।

পদযাত্রায় নেতৃত্ব দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় নেত্রী ডা. তাসনিম জারা, জ্যেষ্ঠ নেতারা ও জুলাই যোদ্ধারা।

প্রসঙ্গত, মঙ্গলবার (১ জুলাই) শহীদ আবু সাঈদের সমাধিস্থ রংপুরের পীরগঞ্জের বাবনপুর জাফরপাড়া গ্রাম থেকে শুরু হয় এনসিপির ‘জুলাই পদযাত্রা’। প্রথম দিন রংপুর থেকে গাইবান্ধা হয়ে ফিরে আসে রংপুরে। দ্বিতীয় দিনে তারা রওনা হয় কুড়িগ্রামের পথে।

এনসিপির নেতারা বলছেন, এই পদযাত্রা চলবে আগস্ট পর্যন্ত। প্রতিটি পথসভায় জনগণকে সঙ্গে নিয়ে চলমান সংস্কার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক অভিযাত্রার জন্য জনমত গড়ে তোলা হবে।