ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিশ্বনেতাদের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:২৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • / ৫১২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রাতে গাজার হাসপাতালে হামলার ভয়াবহতা তুলে ধরে বিশ্বনেতাদের প্রতি দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবসের আলোচনায় তিনি এ আহ্বান জানান।

বক্তব্যের শুরুতেই শিশু শেখ রাসেল ও বঙ্গবন্ধুর নানা স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন শিশুদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাঁর সরকারের নেওয়া নানা পদক্ষেপ। সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থেকে মানুষের মতো মানুষ হতে শিশুদের পরামর্শ দেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী যুদ্ধ পরিচালনা ও অস্ত্র বানানোর খরচ বিশ্বের শিশুদের উন্নয়নে ব্যবহার করার আহ্বান জানান।

এই সরকারের সময় উন্নয়নের কথা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘১৪ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের দিকে তাকালেই পরিবর্তনটা বোঝা যাবে।’

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ থেকে দেশকে দূরে রেখে শিশুদের বিকাশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। শিশুদের সঠিক শিক্ষা দিয়ে মানুষের মত মানুষ করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে মানুষ হিসেবে দেখার মানসিকতা নিয়ে শিশুদের গড়ে তুলতে হবে।’

গাজায় হাসপাতালে হামলা নিয়ে সরকারপ্রধান বলেন, ‘হাসপাতালে হামলা চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। বিশ্ব নেতৃবৃন্দকে বলব, যুদ্ধ বন্ধ করুন, হত্যাযজ্ঞ ও অস্ত্রপ্রতিযোগিতা বন্ধ করে শিশুদের বিকাশে সে অর্থ ব্যয় করা হোক।’

দেশের অগ্রগতির ধারা বজায় রেখে দেশকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

বিশ্বনেতাদের প্রতি যুদ্ধ বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৮:২৭:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রাতে গাজার হাসপাতালে হামলার ভয়াবহতা তুলে ধরে বিশ্বনেতাদের প্রতি দ্রুত যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। আজ বুধবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ রাসেল দিবসের আলোচনায় তিনি এ আহ্বান জানান।

বক্তব্যের শুরুতেই শিশু শেখ রাসেল ও বঙ্গবন্ধুর নানা স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন শিশুদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তাঁর সরকারের নেওয়া নানা পদক্ষেপ। সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে দূরে থেকে মানুষের মতো মানুষ হতে শিশুদের পরামর্শ দেন সরকার প্রধান। এ সময় প্রধানমন্ত্রী যুদ্ধ পরিচালনা ও অস্ত্র বানানোর খরচ বিশ্বের শিশুদের উন্নয়নে ব্যবহার করার আহ্বান জানান।

এই সরকারের সময় উন্নয়নের কথা তুলে ধরতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘১৪ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের দিকে তাকালেই পরিবর্তনটা বোঝা যাবে।’

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ থেকে দেশকে দূরে রেখে শিশুদের বিকাশে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে হবে। শিশুদের সঠিক শিক্ষা দিয়ে মানুষের মত মানুষ করে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষকে মানুষ হিসেবে দেখার মানসিকতা নিয়ে শিশুদের গড়ে তুলতে হবে।’

গাজায় হাসপাতালে হামলা নিয়ে সরকারপ্রধান বলেন, ‘হাসপাতালে হামলা চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। বিশ্ব নেতৃবৃন্দকে বলব, যুদ্ধ বন্ধ করুন, হত্যাযজ্ঞ ও অস্ত্রপ্রতিযোগিতা বন্ধ করে শিশুদের বিকাশে সে অর্থ ব্যয় করা হোক।’

দেশের অগ্রগতির ধারা বজায় রেখে দেশকে উন্নত ও সমৃদ্ধ করার লক্ষ্যে সবাইকে কাজ করে যাওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী।