ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৫ জুলাই ২০২৫, ২১ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না: ফাওজুল কবির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • / ৩৫০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না। যারা নির্বাচিত হবে তাদের সঙ্গেই আমাদের কাজ করতে হবে। তিনি বলেন, ‘নির্বাচনকালীন পক্ষপাতিত্ব করলে সাবেক সিইসি নুরুল হুদার মতো কঠিন পরিণতি ভোগ করতে হবে।’ জ্বালানি উপদেষ্টা আজ (শনিবার, ৫ জুলাই) সকালে জেলা প্রশাসন ও জেলার সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘সামনে জাতীয় নির্বাচন একটি অগ্নিপরীক্ষা আমাদের জাতির জন্য। এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। তাছাড়া এবারের নির্বাচনে কোন আশঙ্কা এবং কোন ক্ষয়ক্ষতি ছাড়াই ভোটাররা ভোটকেন্দ্রে ভোট দিতে পারবে। প্রবাসী ভোটাররা প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন।’

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘গ্যাস ও কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে খরচ বেশি হচ্ছে তাই সরকার নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সোলার বিদ্যুৎ উৎপাদনে জোর দিয়ে কাজ করছে।’

জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না: ফাওজুল কবির

আপডেট সময় : ০৪:০০:০৮ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘কাউকে নির্বাচিত করা আমাদের কাজ না। যারা নির্বাচিত হবে তাদের সঙ্গেই আমাদের কাজ করতে হবে। তিনি বলেন, ‘নির্বাচনকালীন পক্ষপাতিত্ব করলে সাবেক সিইসি নুরুল হুদার মতো কঠিন পরিণতি ভোগ করতে হবে।’ জ্বালানি উপদেষ্টা আজ (শনিবার, ৫ জুলাই) সকালে জেলা প্রশাসন ও জেলার সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, ‘সামনে জাতীয় নির্বাচন একটি অগ্নিপরীক্ষা আমাদের জাতির জন্য। এই পরীক্ষায় আমাদের উত্তীর্ণ হতে হবে। তাছাড়া এবারের নির্বাচনে কোন আশঙ্কা এবং কোন ক্ষয়ক্ষতি ছাড়াই ভোটাররা ভোটকেন্দ্রে ভোট দিতে পারবে। প্রবাসী ভোটাররা প্রথমবারের মতো পোস্টাল ভোটের মাধ্যমে ভোট দিতে পারবেন।’

জ্বালানি উপদেষ্টা বলেন, ‘গ্যাস ও কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে খরচ বেশি হচ্ছে তাই সরকার নবায়নযোগ্য জ্বালানি হিসেবে সোলার বিদ্যুৎ উৎপাদনে জোর দিয়ে কাজ করছে।’

জেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় জেলা প্রশাসক হাসিনা বেগমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. ফজলুল হক, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনসহ আরো অনেকে।