ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরাইলি সেনা নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:৪৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
  • / ৩৫২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজায় মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ সেনা। মঙ্গলবার (৮ জুলাই) ইসরাইলের সামরিক বাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত দুই সেনার নাম প্রকাশ করেছে ইসরাইলের সামরিক বাহিনী।

তারা হলেন সার্জেন্ট মেইর শিমন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিশিম ফ্রেচ (২০)। নিহত বাকি সেনাদের নাম পরে প্রকাশ করা হবে বলে আইডিএফ জানিয়েছে। এমন এক সময়ে গাজায় ৫ ইসরাইলি সেনার নিহতের খবর এল, যখন গাজায় যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চূড়ান্ত আলোচনার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করছেন।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, সোমবার রাত ১০টার কিছু পর বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুঁতে রাখা বোমার আঘাতে আহত হন। এসময় সেনারা কোনো যানবাহনে নয়, পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিল। আইডিএফ বলছে, হতাহতদের উদ্ধারের চেষ্টা সময় অনেকে গুলিবিদ্ধ হন। আহত ১৪ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ইসরাইলের সামরিক বাহিনী বলছে, সেনা অভিযানের আগে ওই এলাকায় বিমান থেকে হামলা হয়েছে। টাইমস অব ইসরাইল বলছে,নেটজাহ ইহুদা ব্যাটালিয়ন বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সাথে একটি অভিযানের অংশ হিসেবে গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করছিল।

নিউজটি শেয়ার করুন

গাজায় পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরাইলি সেনা নিহত

আপডেট সময় : ১১:৪৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫

যুদ্ধবিধ্বস্ত উত্তর গাজায় মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে ৫ ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৪ সেনা। মঙ্গলবার (৮ জুলাই) ইসরাইলের সামরিক বাহিনীর বরাত দিয়ে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে বলা হয়, সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে বেইত হানুনে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। নিহত দুই সেনার নাম প্রকাশ করেছে ইসরাইলের সামরিক বাহিনী।

তারা হলেন সার্জেন্ট মেইর শিমন আমার (২০) ও সার্জেন্ট মোশে নিশিম ফ্রেচ (২০)। নিহত বাকি সেনাদের নাম পরে প্রকাশ করা হবে বলে আইডিএফ জানিয়েছে। এমন এক সময়ে গাজায় ৫ ইসরাইলি সেনার নিহতের খবর এল, যখন গাজায় যুদ্ধবিরতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চূড়ান্ত আলোচনার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফর করছেন।

আইডিএফের প্রাথমিক তদন্ত অনুসারে, সোমবার রাত ১০টার কিছু পর বেইত হানুনে স্থল অভিযানের সময় পদাতিক সৈন্যরা রাস্তার পাশে পুঁতে রাখা বোমার আঘাতে আহত হন। এসময় সেনারা কোনো যানবাহনে নয়, পায়ে হেঁটে অভিযান চালাচ্ছিল। আইডিএফ বলছে, হতাহতদের উদ্ধারের চেষ্টা সময় অনেকে গুলিবিদ্ধ হন। আহত ১৪ জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ইসরাইলের সামরিক বাহিনী বলছে, সেনা অভিযানের আগে ওই এলাকায় বিমান থেকে হামলা হয়েছে। টাইমস অব ইসরাইল বলছে,নেটজাহ ইহুদা ব্যাটালিয়ন বেইত হানুনে ৬৪৬তম রিজার্ভ প্যারাট্রুপার্স ব্রিগেডের সাথে একটি অভিযানের অংশ হিসেবে গাজা ডিভিশনের উত্তর ব্রিগেডের অধীনে কাজ করছিল।