ফেনীতে মৌসুমের সর্বোচ্চ ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাত

অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ১২:০৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ৩৫৭ বার পড়া হয়েছে

ফেনীতে গত ২৪ ঘণ্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করেছে আবহাওয়া অফিস। যা চলতি বছরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
গতকাল (সোমবার, ৭ জুলাই) সকাল ৯টা থেকে আজ (মঙ্গলবার, ৮ জুলাই) সকাল ৯টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) এই বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে টানা বৃষ্টির কারণে শহরের রামপুর শাহীন অ্যাকাডেমি এলাকা, পাঠানবাড়ি এলাকা, নাজির রোড, পেট্রোবাংলোসহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বাড়ছে সীমান্তবর্তী তিন নদী মুহুরী, কহুয়া, সিলোনীয়া নদীর পানিও। তবে পানি উন্নয়ন বোর্ড জানায় এখনও তা বিপৎসীমার নিচে রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম এ তথ্য নিশ্চিত করেন।