তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে পথ খুলে দিলো হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়

- আপডেট সময় : ০৩:০৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ৩৬৩ বার পড়া হয়েছে

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিধান বিলুপ্ত করা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর অংশটি বাতিল ও সংবিধানের যেকোনো সংশোধনী আনতে গণভোটের বিধান পুনরুজ্জীবিত করে হাইকোর্ট পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন। এর ফলে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচনের যে বিধান আওয়ামী লীগ করেছিল, তা বাতিল হয়ে গেল। তার জায়গায় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরার পথ সুগম হলো।
আজ (মঙ্গলবার, ৮ জুলাই) দুপুরে এ রায় প্রকাশ করা হয়। গেল ডিসেম্বরে সংবিধানের পঞ্চদশ সংশোধনী চ্যালেঞ্জ করে করা দুই রিট মামলার রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাই কোর্ট বেঞ্চ এ রায় দিয়েছিলো।
এ রায়ে সংবিধানের ১৪২ নম্বর অনুচ্ছেদও পুনরুজ্জীবিত হলো। এ ধারায় গণভোটের মাধ্যমে সংবিধান সংশোধন করার সুযোগ রয়েছে। এছাড়া পঞ্চদশ সংশোধনী আইনের মাধ্যমে সংবিধানে যুক্ত ৭ক, ৭খ, ৪৪ (২) অনুচ্ছেদ বাতিল ঘোষণা করা হয়েছে। যেখানে সংবিধানের একটি বড় অংশের পরিবর্তন অসম্ভব করে রাখা হয়েছিলো।