ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকার প্রধান: কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:১৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
  • / ৫৩৩ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আপনাকে (মির্জা ফখরুল) শেষ বার্তা এটাই দিচ্ছি যে, আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনী সরকারের প্রধানমন্ত্রী থাকবেন।’ জনগণের ভোট নিয়ে আবারও সরকার গঠন করবেন শেখ হাসিনা।’

রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে আজ বুধবার (১৮ অক্টোবর) বিকেলে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুলের পকেট গরম, মালপানি ভালোই আসছে। তাই কথাও গরম। পাঁচ তারকা হোটেলে নাস্তা করে অনশন করেন তিন ঘণ্টা। আড়াই ঘণ্টা পর বিদেশি জুস খেয়ে অনশন বন্ধ করে দেন। তিনি আমাদের হুমকি দেন, আমাদের ভয় দেখান। তিনি আমাদের বার্তা দিচ্ছেন, ক্ষমতা ছেড়ে দিতে। দিনকালও ঠিক করে দিচ্ছেন। আমিও আপনাদের শেষ বার্তা দিতে চাই। সেটা হলো আসছে নির্বাচনকালীন সরকাররের প্রধান হবেন শেখ হাসিনা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে বিএনপির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। বিএনপি হলো খুনির দল, এদের হাতে রক্ত।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির যোগাযোগের ইঙ্গিত দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘উৎসাহিত হচ্ছেন, কারণ পশ্চিমারা নাকি উৎসাহ দিচ্ছে। ফখরুল সাহেব, দুনিয়ার অবস্থা ভালো না। তাদের নিজেদের ঘর সামলানোই কঠিন। তারা ঘর সামলাবে নাকি আপনাকে উৎসাহ দেবে। উৎসাহ দেওয়ার দিন শেষ।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘অবরোধ করবেন? পালটা অবরোধ দেব। দাঁড়াতে দেব না। অবরোধ যারা করবে, তারাই সাধারণ মানুষের জন্য বাধা। তাদের বিরুদ্ধে মার্কিনিদের ব্যবস্থা কী হয়, সেটা দেখা হবে।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকার প্রধান: কাদের

আপডেট সময় : ০৩:১৯:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নির্বাচনকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি আপনাকে (মির্জা ফখরুল) শেষ বার্তা এটাই দিচ্ছি যে, আগামী নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নির্বাচনী সরকারের প্রধানমন্ত্রী থাকবেন।’ জনগণের ভোট নিয়ে আবারও সরকার গঠন করবেন শেখ হাসিনা।’

রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সামনে আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে আজ বুধবার (১৮ অক্টোবর) বিকেলে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুলের পকেট গরম, মালপানি ভালোই আসছে। তাই কথাও গরম। পাঁচ তারকা হোটেলে নাস্তা করে অনশন করেন তিন ঘণ্টা। আড়াই ঘণ্টা পর বিদেশি জুস খেয়ে অনশন বন্ধ করে দেন। তিনি আমাদের হুমকি দেন, আমাদের ভয় দেখান। তিনি আমাদের বার্তা দিচ্ছেন, ক্ষমতা ছেড়ে দিতে। দিনকালও ঠিক করে দিচ্ছেন। আমিও আপনাদের শেষ বার্তা দিতে চাই। সেটা হলো আসছে নির্বাচনকালীন সরকাররের প্রধান হবেন শেখ হাসিনা।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘খেলা হবে বিএনপির বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। বিএনপি হলো খুনির দল, এদের হাতে রক্ত।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে বিএনপির যোগাযোগের ইঙ্গিত দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘উৎসাহিত হচ্ছেন, কারণ পশ্চিমারা নাকি উৎসাহ দিচ্ছে। ফখরুল সাহেব, দুনিয়ার অবস্থা ভালো না। তাদের নিজেদের ঘর সামলানোই কঠিন। তারা ঘর সামলাবে নাকি আপনাকে উৎসাহ দেবে। উৎসাহ দেওয়ার দিন শেষ।’

ওবায়দুল কাদের আরও বলেন, ‘অবরোধ করবেন? পালটা অবরোধ দেব। দাঁড়াতে দেব না। অবরোধ যারা করবে, তারাই সাধারণ মানুষের জন্য বাধা। তাদের বিরুদ্ধে মার্কিনিদের ব্যবস্থা কী হয়, সেটা দেখা হবে।