আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে টানা জয় নিউজিল্যান্ডের
- আপডেট সময় : ০৬:৩৬:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ৪২২ বার পড়া হয়েছে
বিশ্বকাপ ক্রিকেটে টানা চতুর্থ জয় পেয়েছে নিউজিল্যান্ড। ভারতের চেন্নাইয়ে নিজেদের চতুর্থ খেলায় নিউজিল্যান্ড ১৪৯ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তানকে। আগে ব্যাট করে ৬ উইকেটে ২৮৮ রান তোলে কিউইরা। জবাবে ব্যাট করতে নেমে, মিচেল সান্টনার ও লুকি ফার্গুসনের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তান অলআউট হয় মাত্র ১৩৯ রানে। নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস ম্যাচ সেরা হন।
দিল্লীতে বিশ্বকাপ ক্রিকেটে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে চেন্নাইয়ে এসে ম্লান হয়ে গেলো আফগানিস্তান। চেন্নাইয়ে বিশ্বকাপ ক্রিকেট আসরে নিজেদের চতুর্থ খেলায় মুখোমুখি হয় আফগানিস্তান ও নিউজিল্যান্ড। বাংলাদেশের বিপক্ষে ইনজুরিতে পড়ায় এই ম্যাচে খেলতে পারেননি কিউইদের নিয়মিত অধিনায়ক কেইন উইলিয়ামসন। টস হেরে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। দলের ৩০ রানে আউট হন ডেভন কনওয়ে। একবার জীবন পাওয়া উইল ইয়ং পান হাফ সেঞ্চুরি। হাফ সেঞ্চুরির পর বেশি সময় টিকতে পারেননি এই ব্যাটসম্যান। আউট হন ৫৪ রানে।
তবে নিউজিল্যান্ডের রানের গতি সচল রাখেন ভারপ্রাপ্ত অধিনায়ক টম ল্যাথাম ও গ্লেন ফিলিপস। দু’জনেই পান হাফ সেঞ্চুরি। তাতে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ২৮৮ রান।
জবাবে ব্যাট করতে নেমে কিউই বোলারদের তোপের মুখে পড়ে আফগানিস্তানের ব্যাটসম্যানরা। একের পর উইকেট হারাতে থাকে দলটি। নিউজিল্যান্ডের স্পিনার মিচেল সান্টনার ও ফাস্ট বোলার লুকি ফার্গুসন দু’জনেই ৩টি করে উইকেট পান। তাতে আফগানিস্তান অলআউট হয় মাত্র ১৩৯ রানে। আর এবারের বিশ্বকাপে টানা চতুর্থ জয় পায় নিউজিল্যান্ড দল।