ঢাকা ০২:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে ৪ তরুণের মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:৩৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ৩৬৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একটি মোবাইল ফোন তুলতে গিয়ে এই করুণ পরিণতির সূত্রপাত হয়। বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রানা নায়ক (১৭), স্বপণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের বাসিন্দা ও চা শ্রমিক পরিবারের সন্তান।

হরিণছড়া চাবাগানের ৫নং ওয়ার্ডের মেম্বার অজয় ভৌমিক জানান, ফিনলে কোম্পানির আওতাধীন হরিণছড়া চা বাগানের একটি সেপটিক ট্যাংকে বুধবার রাতে কোনো কাজ করতে গিয়ে একে একে পাঁচজন নিচে নামেন। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করে সবাইকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চারজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল জানান, ‘রাতে যেসব রোগীকে আমাদের কাছে আনা হয়েছিল, তারা সবাই মৃত ছিলেন। পরে রবি বুনার্জী নামে একজনকে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্বজনদের কাছ থেকে জেনেছি, তারা সেপটিক ট্যাংকে নেমেছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।’

নিউজটি শেয়ার করুন

সেপটিক ট্যাংক থেকে মোবাইল তুলতে গিয়ে ৪ তরুণের মৃত্যু

আপডেট সময় : ০১:৩৩:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে চার যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একটি মোবাইল ফোন তুলতে গিয়ে এই করুণ পরিণতির সূত্রপাত হয়। বুধবার (১০ জুলাই) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রানা নায়ক (১৭), স্বপণ নায়েক (১৯), কৃষ্ণ রবিদাস (২০) ও নিপেন ফুলমালি (২৭)। তারা সবাই হরিণছড়া চা বাগানের বাসিন্দা ও চা শ্রমিক পরিবারের সন্তান।

হরিণছড়া চাবাগানের ৫নং ওয়ার্ডের মেম্বার অজয় ভৌমিক জানান, ফিনলে কোম্পানির আওতাধীন হরিণছড়া চা বাগানের একটি সেপটিক ট্যাংকে বুধবার রাতে কোনো কাজ করতে গিয়ে একে একে পাঁচজন নিচে নামেন। বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। আহত অবস্থায় উদ্ধার করে সবাইকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চারজনকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালের চিকিৎসক ডা. সব্যসাচী পাল তমাল জানান, ‘রাতে যেসব রোগীকে আমাদের কাছে আনা হয়েছিল, তারা সবাই মৃত ছিলেন। পরে রবি বুনার্জী নামে একজনকে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘স্বজনদের কাছ থেকে জেনেছি, তারা সেপটিক ট্যাংকে নেমেছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।’