ঢাকা ০২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইউটিউবে বদলে যাচ্ছে মানিটাইজেশন পলিসি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ৩৬২ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী সপ্তাহ থেকেই বদলে যাচ্ছে ইউটিউবের পলিসি। ১৫ জুলাই থেকে একটি নতুন মানিটাইজেশনে পলিসি নিয়ে আসছে গুগল। মূলত, একই ধরনের বা কম খাটনির ভিডিও ক্রিয়েটরদের আয় কমাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। প্ল্যাটফর্মটি এই ধরনের সামগ্রী সনাক্ত করতে ইউটিউব পার্টনার প্রোগ্রামে (YPP) নতুন আপডেট করেছে।

নতুন ইউটিউবের মানিটাইজেশনের নীতিতে ইউটিউব বলেছে, “ইউটিউব পার্টনার প্রোগ্রাম (YPP) এর অংশ হিসাবে এবার মানিটাইজেশনের জন্য, ইউটিউব ক্রিয়েটরদের ‘মূল’ এবং ‘আসল’ ভিডিয়ো আপলোড করতে বাধ্য করবে। ১৫ জুলাই থেকে ইউটিউব এই নির্দেশিকা অনুযায়ী আপডেট করবে। যাতে ব্যাপকভাবে উৎপাদিত ও একই ধরনের কমটেন্ট আরও ভালভাবে সনাক্ত করা যায়। এই আপডেটেপ ফলে যাচাই না করা কনটেন্টগুলি কেমন দেখাতে পারে তাও বোঝা যাবে ।

এবার থেকে ইউটিউব মানিটাইজেশন অনুমোদনের জন্য ক্রিয়েটরদের YPP-তে যোগ্যতার মান পূরণ করতে হবে। একটি চ্যানেলের অবশ্যই কমপক্ষে ১,০০০ জন সাবস্ক্রাইবার থাকতে হবে এবং গত বছরে ৪,০০০ জন বৈধ পাবলিক ওয়াচ আওয়ার থাকতে হবে। অথবা গত ৯০ দিনে ১ কোটি বৈধ পাবলিক শর্টস ভিউ থাকতে হবে কনটেন্ট ক্রিয়েটরের।

YouTube দুটি নির্দিষ্ট নিয়মের রূপরেখা দিয়েছে যা প্ল্যাটফর্মটি কোন ধরনের কন্টেন্টকে মানিটাইজেশনের জন্য অনুপযুক্ত বলে মনে করে তা বলে দিয়েছে। প্রথমত, অন্যান্য সোর্স থেকে ধার করা কন্টেন্টকে মৌলিক হিসেবে বিবেচনা করার জন্য উল্লেখযোগ্য পরিবর্তন করতে হবে নতুন কনটেন্টে।

দ্বিতীয়ত, বার বার দেখানো কন্টেন্টকে ভিউ অর্জনের বাইরেও একটি উদ্দেশ্য পূরণ করতে হবে। এটি অবশ্যই বিনোদনমূলক বা শিক্ষামূলক হতে হবে। এই নীতিটি ক্লিকবেট, টেমপ্লেট এবং AI-জেনারেটেড কন্টেন্টের উপরও প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যে ভিডিওগুলি AI-জেনারেটেড ভয়েসের উপর নির্ভর করে বা ন্যূনতম সম্পাদনা সহ অন্যান্য নির্মাতাদের উপকরণ পুনরায় ব্যবহার করে তাদের সমস্যা বাড়বে।

নতুন নিয়ম লঙ্ঘনের জন্য নির্মাতারা কী পরিণতির মুখোমুখি হতে পারেন তা YouTube নির্দিষ্ট করেনি। আপডেট করা শর্তাবলীর অধীনে জরিমানা, সাসপেনশন বা স্ট্রাইকের কোনও উল্লেখ নেই।

কোম্পানি জানিয়েছে নতুন পদ্ধতি তার মানিটাইজেশনের নিয়মগুলিকে বর্তমান প্রবণতা ও কন্টেন্ট কৌশলগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য তৈরি করা হয়েছে। যদিও ইউটিউব নিশ্চিত করেনি যে AI-সহায়তাপ্রাপ্ত কন্টেন্ট সংশোধিত নির্দেশিকাগুলির আওতায় পড়বে কিনা। তবে নতুন আপডেট যে এই ধরনের ফর্ম্যাটগুলির উপর কঠোর নিয়ন্ত্রণের ইঙ্গিত দেয় তা বলার অপেক্ষা রাখে না।

সাম্প্রতিক নতুন আপডেট অনুযায়ী ইউটিউব 16 বছরের কম বয়সী ব্যবহারকারীদের প্রাপ্তবয়স্কদের তত্ত্বাবধান ছাড়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং দেখা নিষিদ্ধ করেছে।

নিউজটি শেয়ার করুন

ইউটিউবে বদলে যাচ্ছে মানিটাইজেশন পলিসি

আপডেট সময় : ০২:১৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

আগামী সপ্তাহ থেকেই বদলে যাচ্ছে ইউটিউবের পলিসি। ১৫ জুলাই থেকে একটি নতুন মানিটাইজেশনে পলিসি নিয়ে আসছে গুগল। মূলত, একই ধরনের বা কম খাটনির ভিডিও ক্রিয়েটরদের আয় কমাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। প্ল্যাটফর্মটি এই ধরনের সামগ্রী সনাক্ত করতে ইউটিউব পার্টনার প্রোগ্রামে (YPP) নতুন আপডেট করেছে।

নতুন ইউটিউবের মানিটাইজেশনের নীতিতে ইউটিউব বলেছে, “ইউটিউব পার্টনার প্রোগ্রাম (YPP) এর অংশ হিসাবে এবার মানিটাইজেশনের জন্য, ইউটিউব ক্রিয়েটরদের ‘মূল’ এবং ‘আসল’ ভিডিয়ো আপলোড করতে বাধ্য করবে। ১৫ জুলাই থেকে ইউটিউব এই নির্দেশিকা অনুযায়ী আপডেট করবে। যাতে ব্যাপকভাবে উৎপাদিত ও একই ধরনের কমটেন্ট আরও ভালভাবে সনাক্ত করা যায়। এই আপডেটেপ ফলে যাচাই না করা কনটেন্টগুলি কেমন দেখাতে পারে তাও বোঝা যাবে ।

এবার থেকে ইউটিউব মানিটাইজেশন অনুমোদনের জন্য ক্রিয়েটরদের YPP-তে যোগ্যতার মান পূরণ করতে হবে। একটি চ্যানেলের অবশ্যই কমপক্ষে ১,০০০ জন সাবস্ক্রাইবার থাকতে হবে এবং গত বছরে ৪,০০০ জন বৈধ পাবলিক ওয়াচ আওয়ার থাকতে হবে। অথবা গত ৯০ দিনে ১ কোটি বৈধ পাবলিক শর্টস ভিউ থাকতে হবে কনটেন্ট ক্রিয়েটরের।

YouTube দুটি নির্দিষ্ট নিয়মের রূপরেখা দিয়েছে যা প্ল্যাটফর্মটি কোন ধরনের কন্টেন্টকে মানিটাইজেশনের জন্য অনুপযুক্ত বলে মনে করে তা বলে দিয়েছে। প্রথমত, অন্যান্য সোর্স থেকে ধার করা কন্টেন্টকে মৌলিক হিসেবে বিবেচনা করার জন্য উল্লেখযোগ্য পরিবর্তন করতে হবে নতুন কনটেন্টে।

দ্বিতীয়ত, বার বার দেখানো কন্টেন্টকে ভিউ অর্জনের বাইরেও একটি উদ্দেশ্য পূরণ করতে হবে। এটি অবশ্যই বিনোদনমূলক বা শিক্ষামূলক হতে হবে। এই নীতিটি ক্লিকবেট, টেমপ্লেট এবং AI-জেনারেটেড কন্টেন্টের উপরও প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে যে ভিডিওগুলি AI-জেনারেটেড ভয়েসের উপর নির্ভর করে বা ন্যূনতম সম্পাদনা সহ অন্যান্য নির্মাতাদের উপকরণ পুনরায় ব্যবহার করে তাদের সমস্যা বাড়বে।

নতুন নিয়ম লঙ্ঘনের জন্য নির্মাতারা কী পরিণতির মুখোমুখি হতে পারেন তা YouTube নির্দিষ্ট করেনি। আপডেট করা শর্তাবলীর অধীনে জরিমানা, সাসপেনশন বা স্ট্রাইকের কোনও উল্লেখ নেই।

কোম্পানি জানিয়েছে নতুন পদ্ধতি তার মানিটাইজেশনের নিয়মগুলিকে বর্তমান প্রবণতা ও কন্টেন্ট কৌশলগুলির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার জন্য তৈরি করা হয়েছে। যদিও ইউটিউব নিশ্চিত করেনি যে AI-সহায়তাপ্রাপ্ত কন্টেন্ট সংশোধিত নির্দেশিকাগুলির আওতায় পড়বে কিনা। তবে নতুন আপডেট যে এই ধরনের ফর্ম্যাটগুলির উপর কঠোর নিয়ন্ত্রণের ইঙ্গিত দেয় তা বলার অপেক্ষা রাখে না।

সাম্প্রতিক নতুন আপডেট অনুযায়ী ইউটিউব 16 বছরের কম বয়সী ব্যবহারকারীদের প্রাপ্তবয়স্কদের তত্ত্বাবধান ছাড়া প্ল্যাটফর্মে লাইভ স্ট্রিমিং দেখা নিষিদ্ধ করেছে।