ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

যশোর শিক্ষা বোর্ডে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৫৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
  • / ৩৫৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলে যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ও পাসের হার দুটোই কমেছে। পাসের হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৬৯ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১৫ হাজার ৪১০জন। ২০২৪ সালে পাসের হার ছিল ৯৩ ভাগ ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২০ হাজার ৭৬১ জন।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন জানান, এ বছর যশোর বোর্ডে ১ লাখ ২৮ হাজার ৮৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২ হাজার ৩১৯ জন। যার মধ্যে ছেলে ৪৬ হাজার ৫৮৭ জন। আর মেয়ে ৫৫ হাজার ৭৩২ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন বলেন, ‘এবারের এসএসসিতে পাসের হারে জুলাই বিপ্লব আন্দোলনের প্রভাব পড়েছে।’

পরীক্ষার্থীরা সবচেয়ে কম পাস করেছে ইংরেজি ও গণিতে। শতভাগ পাস করেছে ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও শতভাগ ফেল করেছে দুইটি প্রতিষ্ঠান।

ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম বলেন, এ বছরের ফলাফলে আমরা সন্তুষ্ট। কারণ শতভাগ পাসের ‘আইওয়াস’ এবার নেই। যারা পাস করেছে তারা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় পাস করেছে।

ভবিষ্যতে ফলাফল আরও ভালো করার জন্য বোর্ডের চলমান পদক্ষেপগুলো অব্যাহত থাকবে এবং ফলাফল আরও ভালো অবস্থানে নিয়ে যেতে চান বলেও জানান তিনি।

যশোর শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৭৫টি স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। তবে, দুইটি বিদ্যালয়ে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

যশোর শিক্ষা বোর্ডে কমেছে জিপিএ-৫ ও পাসের হার

আপডেট সময় : ০৪:৫৭:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলে যশোর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ ও পাসের হার দুটোই কমেছে। পাসের হার দাঁড়িয়েছে ৭৩ দশমিক ৬৯ শতাংশ ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ১৫ হাজার ৪১০জন। ২০২৪ সালে পাসের হার ছিল ৯৩ ভাগ ও জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা ২০ হাজার ৭৬১ জন।

যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন জানান, এ বছর যশোর বোর্ডে ১ লাখ ২৮ হাজার ৮৫১ জন পরীক্ষার্থী অংশ নেয়। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ২ হাজার ৩১৯ জন। যার মধ্যে ছেলে ৪৬ হাজার ৫৮৭ জন। আর মেয়ে ৫৫ হাজার ৭৩২ জন।

পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মো. আব্দুল মতিন বলেন, ‘এবারের এসএসসিতে পাসের হারে জুলাই বিপ্লব আন্দোলনের প্রভাব পড়েছে।’

পরীক্ষার্থীরা সবচেয়ে কম পাস করেছে ইংরেজি ও গণিতে। শতভাগ পাস করেছে ৭৫টি শিক্ষা প্রতিষ্ঠান ও শতভাগ ফেল করেছে দুইটি প্রতিষ্ঠান।

ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যশোরের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগম বলেন, এ বছরের ফলাফলে আমরা সন্তুষ্ট। কারণ শতভাগ পাসের ‘আইওয়াস’ এবার নেই। যারা পাস করেছে তারা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতায় পাস করেছে।

ভবিষ্যতে ফলাফল আরও ভালো করার জন্য বোর্ডের চলমান পদক্ষেপগুলো অব্যাহত থাকবে এবং ফলাফল আরও ভালো অবস্থানে নিয়ে যেতে চান বলেও জানান তিনি।

যশোর শিক্ষা বোর্ডের অধীনে মোট ৩৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ৭৫টি স্কুলের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। তবে, দুইটি বিদ্যালয়ে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।