ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ছবি দিলেই ভিডিও তৈরি করে দেবে জেমিনি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫
  • / ৩৫৯ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোনো রেফারেন্স ছবি ব্যবহার করে ৮ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবে জেমিনি। জেমিনি এআইতে নতুন একটি ফিচার চালু করলো গুগল। এর মাধ্যমে ছবি থেকে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করা যাবে। এই ‘ফটো-টু-ভিডিও’ ফিচারটি গুগলের ভিইও ৩ ভিডিও মডেল দ্বারা চালিত। এটি কোনো রেফারেন্স ছবি ব্যবহার করে ৮ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারে। ভিডিওতে আরও থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তৈরি অডিও, যার মধ্যে থাকবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, পরিবেশের শব্দ এবং সংলাপ।

গুগল জানিয়েছে, আপাতত নির্বাচিত কিছু অঞ্চলে গুগল এআই আল্ট্রা এবং প্রো সাবস্ক্রাইবারদের জন্য এই ফিচার উন্মুক্ত করা হয়েছে। ওয়েব ভার্সনে এটি বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে চালু হয়েছে। এটি সপ্তাহজুড়ে মোবাইল ডিভাইসেও ধাপে ধাপে রোলআউট হবে।

ব্যবহারকারীরা প্রম্পট বারে থাকা ‘টুলস’ অপশনে গিয়ে ‘ভিডিও’ বেছে নিয়ে একটি ছবি আপলোড করতে পারবেন। সঙ্গে যুক্ত করতে পারবেন ছবির গতিবিধির পাঠ্য বর্ণনা। চাইলে অডিও বর্ণনাও যোগ করা যাবে, যাতে সংলাপ, শব্দপ্রভাব ও পরিবেশের শব্দ নিখুঁতভাবে ভিডিওর সঙ্গে সিঙ্ক হয়। তৈরি হওয়া ভিডিও ফাইলগুলো ৭২০পি রেজোলিউশনে এবং ১৬:৯ ল্যান্ডস্কেপ ফরম্যাটে এমপি৪ ফাইলে পাওয়া যাবে।

গুগলের ভাষায়, ‘ব্যবহারকারীরা চাইলে দৈনন্দিন জিনিসপত্রকে অ্যানিমেট করতে, নিজ হাতে আঁকা ছবি ও পেইন্টিং জীবন্ত করে তুলতে কিংবা প্রকৃতির দৃশ্যে গতি যোগ করতে পারেন। প্রতিটি ভিডিওতে একটি দৃশ্যমান ওয়াটারমার্ক এবং একটি অদৃশ্য ‘সিনথআইডি’ ডিজিটাল ওয়াটারমার্ক থাকবে, যা ইঙ্গিত দেবে এটি এআই জেনারেটেড ভিডিও।’

এর আগেও গুগল মার্চ মাসে ‘ফ্লো’ নামের একটি জেনারেটিভ এআই ফিল্মমেকিং টুল চালু করেছিল, যেখানে একই ধরনের ফিচার ছিল। তবে এখন জেমিনি ব্যবহারকারীরা আর আলাদা অ্যাপ ছাড়াই তাদের ফটোগুলো অ্যানিমেট করতে পারবেন। গুগল জানিয়েছে, আরও ৭৫টি দেশে ‘ফ্লো টুলটিও’ চালু করা হচ্ছে। সূত্র: দ্য ভার্জ।

নিউজটি শেয়ার করুন

ছবি দিলেই ভিডিও তৈরি করে দেবে জেমিনি

আপডেট সময় : ০৫:১১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫

কোনো রেফারেন্স ছবি ব্যবহার করে ৮ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারবে জেমিনি। জেমিনি এআইতে নতুন একটি ফিচার চালু করলো গুগল। এর মাধ্যমে ছবি থেকে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও তৈরি করা যাবে। এই ‘ফটো-টু-ভিডিও’ ফিচারটি গুগলের ভিইও ৩ ভিডিও মডেল দ্বারা চালিত। এটি কোনো রেফারেন্স ছবি ব্যবহার করে ৮ সেকেন্ডের ভিডিও তৈরি করতে পারে। ভিডিওতে আরও থাকবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক তৈরি অডিও, যার মধ্যে থাকবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, পরিবেশের শব্দ এবং সংলাপ।

গুগল জানিয়েছে, আপাতত নির্বাচিত কিছু অঞ্চলে গুগল এআই আল্ট্রা এবং প্রো সাবস্ক্রাইবারদের জন্য এই ফিচার উন্মুক্ত করা হয়েছে। ওয়েব ভার্সনে এটি বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে চালু হয়েছে। এটি সপ্তাহজুড়ে মোবাইল ডিভাইসেও ধাপে ধাপে রোলআউট হবে।

ব্যবহারকারীরা প্রম্পট বারে থাকা ‘টুলস’ অপশনে গিয়ে ‘ভিডিও’ বেছে নিয়ে একটি ছবি আপলোড করতে পারবেন। সঙ্গে যুক্ত করতে পারবেন ছবির গতিবিধির পাঠ্য বর্ণনা। চাইলে অডিও বর্ণনাও যোগ করা যাবে, যাতে সংলাপ, শব্দপ্রভাব ও পরিবেশের শব্দ নিখুঁতভাবে ভিডিওর সঙ্গে সিঙ্ক হয়। তৈরি হওয়া ভিডিও ফাইলগুলো ৭২০পি রেজোলিউশনে এবং ১৬:৯ ল্যান্ডস্কেপ ফরম্যাটে এমপি৪ ফাইলে পাওয়া যাবে।

গুগলের ভাষায়, ‘ব্যবহারকারীরা চাইলে দৈনন্দিন জিনিসপত্রকে অ্যানিমেট করতে, নিজ হাতে আঁকা ছবি ও পেইন্টিং জীবন্ত করে তুলতে কিংবা প্রকৃতির দৃশ্যে গতি যোগ করতে পারেন। প্রতিটি ভিডিওতে একটি দৃশ্যমান ওয়াটারমার্ক এবং একটি অদৃশ্য ‘সিনথআইডি’ ডিজিটাল ওয়াটারমার্ক থাকবে, যা ইঙ্গিত দেবে এটি এআই জেনারেটেড ভিডিও।’

এর আগেও গুগল মার্চ মাসে ‘ফ্লো’ নামের একটি জেনারেটিভ এআই ফিল্মমেকিং টুল চালু করেছিল, যেখানে একই ধরনের ফিচার ছিল। তবে এখন জেমিনি ব্যবহারকারীরা আর আলাদা অ্যাপ ছাড়াই তাদের ফটোগুলো অ্যানিমেট করতে পারবেন। গুগল জানিয়েছে, আরও ৭৫টি দেশে ‘ফ্লো টুলটিও’ চালু করা হচ্ছে। সূত্র: দ্য ভার্জ।