০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আশংকাই সত্যি হলো নেইমারের

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট : ০৯:০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • ৭৬ দেখেছেন

বিশ্বকাপ ফুটবলের বাছাই পবের্র ম্যাচে ব্রাজিলের নেইমার ইনজুরিতে পড়ায় আগামী বছর কোপা আমেরিকায় খেলা নিয়ে শংকা রয়েছে তার। এই স্ট্রাইকারের পায়ের লিগামেন্ট ছিড়ে যাওয়ায় দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে।

গতকাল ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের কাছে ব্রাজিলের হারের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। তখনই বোঝা গিয়েছিল, বড় দুঃসংবাদ আসতে পারে। শেষ পর্যন্ত সেটাই হলো। কোপা আমেরিকায় খেলা নিয়ে অনিশ্চিত দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ৩১ বছর বয়সী ফরোয়াড নেইমার জানান, তার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে, আবারও অস্ত্রোপচার করাতে হবে। পরে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও তাঁর ক্লাব আল হিলাল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

আগামী বছর কোপা আমেরিকায় তাঁর খেলার সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা শুরু আগামী ২০ জুন। নেইমারের এবারের চোট এতটাই ভয়ংকর যে অস্ত্রোপচার করানোর পর পুরোপুরি সেরে উঠতে ৭ থেকে ৮ মাস সময় লাগতে পারে।

এদিকে, নেইমারের সেই পোস্ট শেয়ার করে দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর ক্লাব আল হিলাল।

আশংকাই সত্যি হলো নেইমারের

আপডেট : ০৯:০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

বিশ্বকাপ ফুটবলের বাছাই পবের্র ম্যাচে ব্রাজিলের নেইমার ইনজুরিতে পড়ায় আগামী বছর কোপা আমেরিকায় খেলা নিয়ে শংকা রয়েছে তার। এই স্ট্রাইকারের পায়ের লিগামেন্ট ছিড়ে যাওয়ায় দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে।

গতকাল ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের কাছে ব্রাজিলের হারের ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়েন নেইমার। তখনই বোঝা গিয়েছিল, বড় দুঃসংবাদ আসতে পারে। শেষ পর্যন্ত সেটাই হলো। কোপা আমেরিকায় খেলা নিয়ে অনিশ্চিত দেখা দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ৩১ বছর বয়সী ফরোয়াড নেইমার জানান, তার হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে, আবারও অস্ত্রোপচার করাতে হবে। পরে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) ও তাঁর ক্লাব আল হিলাল আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

আগামী বছর কোপা আমেরিকায় তাঁর খেলার সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রে কোপা আমেরিকা শুরু আগামী ২০ জুন। নেইমারের এবারের চোট এতটাই ভয়ংকর যে অস্ত্রোপচার করানোর পর পুরোপুরি সেরে উঠতে ৭ থেকে ৮ মাস সময় লাগতে পারে।

এদিকে, নেইমারের সেই পোস্ট শেয়ার করে দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর ক্লাব আল হিলাল।