ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজায় ‘মানবিক সহায়তা’ পাঠানোর আহ্বান সালাহ’র

ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ০৯:১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
  • / ৪২৭ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েল-হামাস দ্বন্দ্বে বিপর্যস্ত জনজীবন। একের পর এক বোমা হামলায় ফিলিস্তিনের রাজধানী গাজার শতশত মানুষ প্রতিদিন নিহত হচ্ছেন। হামলা থেকে রক্ষা পাচ্ছেন না নারী, শিশুরাও। সবকিছু মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি পার করছে গাজা।

গাজার এমন অবস্থায় ক্রীড়াঙ্গনের অনেকেই বার্তা দিলেও এতদিন চুপ ছিলেন মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। অবশেষে নিজের সেই নীরবতা ভেঙেছেন তিনি। মুসলিম ফুটবলারদের মধ্যে সেরাদের একজন হয়েও কোনো প্রতিবাদ না করায় সমালোচনার মুখেও পড়তে হয় সালাহকে।

লিভারপুলের এই তারকা ফরোয়ার্ড গাজার এই পরিস্থিতিকে ‘হত্যাযজ্ঞ’ বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা পাঠানোর আহ্বানও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেইজে দেওয়া এক ভিডিও বার্তায় সালাহ বলেন, ‘এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। পরিবারগুলোকে ছিন্ন-বিচ্ছিন করে দেওয়া হচ্ছে। এখনই গাজায় মানবিক সহায়তা পাঠানোর উত্তম সময়। সেখানকার মানুষজন ভয়ংকর পরিস্থিতির মধ্যে রয়েছে।’

ভিডিও বার্তায় লিভারপুলের এই ফুটবলার আরও বলেন, ‘গাজার হাসপাতালগুলোর চিত্র খুবই ভয়াবহ। সেখানকার মানুষদের এখন জরুরিভিত্তিতে খাবার, পানি ও চিকিৎসা প্রয়োজন।’

নিউজটি শেয়ার করুন

গাজায় ‘মানবিক সহায়তা’ পাঠানোর আহ্বান সালাহ’র

আপডেট সময় : ০৯:১০:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩

ইসরায়েল-হামাস দ্বন্দ্বে বিপর্যস্ত জনজীবন। একের পর এক বোমা হামলায় ফিলিস্তিনের রাজধানী গাজার শতশত মানুষ প্রতিদিন নিহত হচ্ছেন। হামলা থেকে রক্ষা পাচ্ছেন না নারী, শিশুরাও। সবকিছু মিলিয়ে ভয়াবহ পরিস্থিতি পার করছে গাজা।

গাজার এমন অবস্থায় ক্রীড়াঙ্গনের অনেকেই বার্তা দিলেও এতদিন চুপ ছিলেন মিশরের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ। অবশেষে নিজের সেই নীরবতা ভেঙেছেন তিনি। মুসলিম ফুটবলারদের মধ্যে সেরাদের একজন হয়েও কোনো প্রতিবাদ না করায় সমালোচনার মুখেও পড়তে হয় সালাহকে।

লিভারপুলের এই তারকা ফরোয়ার্ড গাজার এই পরিস্থিতিকে ‘হত্যাযজ্ঞ’ বলে আখ্যায়িত করেছেন। একই সঙ্গে গাজায় মানবিক সহায়তা পাঠানোর আহ্বানও জানান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অফিশিয়াল পেইজে দেওয়া এক ভিডিও বার্তায় সালাহ বলেন, ‘এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। পরিবারগুলোকে ছিন্ন-বিচ্ছিন করে দেওয়া হচ্ছে। এখনই গাজায় মানবিক সহায়তা পাঠানোর উত্তম সময়। সেখানকার মানুষজন ভয়ংকর পরিস্থিতির মধ্যে রয়েছে।’

ভিডিও বার্তায় লিভারপুলের এই ফুটবলার আরও বলেন, ‘গাজার হাসপাতালগুলোর চিত্র খুবই ভয়াবহ। সেখানকার মানুষদের এখন জরুরিভিত্তিতে খাবার, পানি ও চিকিৎসা প্রয়োজন।’