নির্বাচনের জন্য পুরো প্রস্তুত বিজিবি: মহাপরিচালক
- আপডেট সময় : ০৪:৩৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩
- / ৪২২ বার পড়া হয়েছে
বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বলেছেন, ‘নির্বাচনের জন্য আমরা পুরো প্রস্তুতি গ্রহণ করেছি। নির্বাচনের সময় আমাদের যে প্রস্তুতি নেওয়ার কথা, আমরা তো অনেক আগেই নিয়েছি। আমরা প্রশিক্ষণ নিয়েছি। আমাদের সরঞ্জামও প্রস্তুত করেছি। দায়িত্ব পালনের জন্য বিজিবি সম্পূর্ণ প্রস্তুত আছে।’
বৃহস্পতিবার কুমিল্লার কোটবাড়ীতে বিজিবি–১০ ব্যাটালিয়ানের হেডকোয়ার্টারে মাদকদ্রব্য ধ্বংস ও গণ সচেতনতা বৃদ্ধি অনুষ্ঠান শেষে বিজিবি মহাপরিচালক এসব কথা বলেন।
বিজিবি মহাপরিচালক বলেন, ‘আমরা অস্ত্র ও গোলাবারুদ ঠেকাতে কাজ করছি। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণে বিজিবি কাজ করে যাচ্ছে। মাদক আমাদের আগামী প্রজন্মকে ধ্বংস করে দিতে সবচেয়ে বেশি প্রভাব ফেলে। কুমিল্লা একটি গুরুত্বপূর্ণ এলাকা। এই এলাকা দিয়ে মাদকের বড় চালান আসে। এখন রুখে দেওয়া হচ্ছে। কুমিল্লা থেকে রুট বদলে এখন অন্য রুটে যাচ্ছে মাদক ব্যবসায়ীরা। তবুও আমরা চেষ্টা করে যাচ্ছি নিয়ন্ত্রণের।’
বিজিবি মহাপরিচালক নাজমুল হাসান বলেন, ‘দেশপ্রেম এবং মনোবল নিয়ে প্রতিটি বিজিবি সদস্য দেশের প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকে। আর এই প্রস্তুতির একটি বড় অংশ হচ্ছে পেশাগতভাবে নিজেকে গড়ে তোলা। পেশাগত উৎকর্ষতার একটি অন্যতম উপাদান হচ্ছে অস্ত্র প্রশিক্ষণ এবং ফায়ারিং এ দক্ষতা অর্জন।’
এ সময় উপস্থিত ছিলেন সরাইল রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম, কুমিল্লা সেক্টর কমান্ডার কর্ণেল মো. শরিফুল ইসলাম মেরাজ, কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) সিগন্যাল অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান প্রমুখ।
বিজিবি–১০ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য ধ্বংস ও গণ সচেতনতা বৃদ্ধি অনুষ্ঠানে ৩৬ হাজার ২৩৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৯৩৮ কেজি গাঁজা, ৬৬ হাজার ৭৭০ বোতল বিদেশি মদ, ৪ হাজার ৭০২ ক্যান বিয়ার, ৫ হাজার ১৩ বোতল ইস্কাপ সিরাপ, ৭৩ হাজার ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ হাজার ৩৫৮ পিস বিভিন্ন অবৈধ ট্যাবলেট ও ১ লাখ ১ হাজার ৮৯২ পিস সিনোগ্রা ট্যাবলেট ধ্বংস করা হয়।