ঢালিউডে অভিষেক হচ্ছে নতুন জুটির
- আপডেট সময় : ০৬:৩৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
- / ৪৩০ বার পড়া হয়েছে
জুটি প্রথাটা প্রায় বিলুপ্ত। নতুন জুটির একই ছবিতে অভিষেকের বিষয়টি এখন আর নেই বললেই চলে। এবার আসছে আরো এক নতুন জুটি। চলচ্চিত্রের নাম ‘ইতি চিত্রা’
নব্বই দশকের সত্য প্রেমের গল্প অবলম্বনে নির্মিত সিনেমাটিতে দেখা যাবে রাকিব হোসেন ইভন ও জান্নাতুল ফেরদৌস ঋতুকে। আজ দেশের ৫টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে তাঁদের এই ছবি। হলগুলো হলো—স্টার সিনেপ্লেক্স (বসুন্ধরা সিটি), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম) ও ম্যাজিক মুভি থিয়েটার (উত্তরা)।
সিনেমাটি এর মাধ্যমে অভিষেক হচ্ছে নির্মাতা রাইসুল ইসলাম অনিকেরও। সম্প্রতি প্রকাশ পেয়েছে ট্রেলার। এতে ভালো সাড়া পেয়েছেন বলে জানালেন নির্মাতা। তাঁর ভাষ্য, ‘‘‘ইতি চিত্রা’ পরিবার-পরিজন নিয়ে দেখার মতো মিষ্টি প্রেমের চলচ্চিত্র। আমি ও আমার পুরো টিম চেষ্টা করেছি একটা মানসম্পন্ন চলচ্চিত্র নির্মাণ করার। গল্পের প্রয়োজনে নতুন মুখ নিয়ে কাজ করেছি আমি। ট্রেলার প্রকাশের পর থেকে সবাই অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় পছন্দ করছেন।’
এ সিনেমায় ‘মাশুক’ চরিত্রে অভিনয় করেছেন ইভন। নাট্যদল দৃষ্টিপাতের মাধ্যমে তাঁর অভিনয়ের পথচলা শুরু। সিনেমায় প্রথম কাজ ২০১৬ সালে, সেটা ছিল আহসান সরোয়ারের ‘রং ঢং’। নানা জটিলতায় এখনও আলোর মুখ দেখেনি সিনেমাটি। এরপর অভিনয় করেন ‘একটি না বলা গল্প’ ও ‘মেঘের কপাট’ সিনেমায়। তবে নায়ক হিসেবে এবারই তাঁর প্রথম অভিনয়। ইভন বললেন, ‘‘‘ইতি চিত্রা’ আমার প্রথম চলচ্চিত্র। আমার চরিত্রের নাম মাশুক, আমি চেষ্টা করেছি চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য। আমি ইভন থেকে মাশুক হয়ে ওঠার পিছনে সিনেমাটোগ্রাফার ফরহাদ ভাই, নরেশ দা, রিতু এবং বিশেষ করে আমার সিনেমার পরিচালক রাইসুল ইসলাম অনিক ভাই অনেক বেশি সাহায্য করেছে।’’
এদিকে, ‘ইতি চিত্রা’ দিয়ে রূপালি পর্দায় নায়িকা হিসেবে অভিষেক করছেন জান্নাতুল ফেরদৌস ঋতু। এতে তাঁর চরিত্রের নাম ‘চিত্রা’। নিজের অভিষেক নিয়ে ঋতু বললেন, ‘সব অভিনয়শিল্পীর স্বপ্ন থাকে নিজেকে বড় পর্দায় দেখার। আমিও অধীর হয়ে অপেক্ষা করছি। এমনিতেই প্রথম কাজ, তাও আবার বড় পর্দায়। তাই নার্ভাসনেসটা একটু বেশি কাজ করছে। নিজের সর্বোচ্চটা দিয়ে পরিচালকের নির্দেশনা অনুযায়ী কাজ করেছি। জানি না দর্শক কীভাবে নেবে আমাকে।’
প্রসঙ্গত, অনিক পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন নরেশ ভূঁইয়া, ফরহাদ লিমন, মনিরুজ্জামান মনি, সোহানা শারমীন প্রমুখ। প্রযোজনায় রয়েছেন শামসুল আলম।