‘ভারতের কাছে পরাজয়ের জন্য বাজে ব্যাটিং দায়ী’
- আপডেট সময় : ০৯:৫৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
- / ৪২৭ বার পড়া হয়েছে
আবারো বাজে ব্যাটিং পারফরমেন্সের কারণেই ভারতের বিপক্ষে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ হেরেছে বলে মনে করেন দলের ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মিডল অর্ডার ব্যাট্সম্যানদের ভুল-ক্রুটি শুধরানো ও টপ ওর্ডার ব্যাট্সম্যানদের আরও লম্বা ইনিংস খেলা জরুরি বলে জানিয়েছেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্ত আরও বলেন, সাকিব আল হাসানের না খেলতে পারাও দলকে ভুগিয়েছেন।
ভারতের পুনেতে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল নিজেদের চতুর্থ খেলায় স্বাগতিকদের বিপক্ষে টস জিতে ব্যাট হাতে শুরুটা ভালোই করেছিলো। দুই ওপেনার ব্যাট্সম্যান লিটন দাস ও তানজিদ হাসান তামিমের জোড়া অর্ধশত রানের ইনিংসে বড় রান সংগ্রহের আশা জাগে বাংলাদেশ দলের। তবে, ৫১ রানে তানজিদ ও ৬৬ রানে লিটন বিদায় নিলে সেই আশা ফিকে হতে থাকে।
ইনজুরির কারণে খেলতে পারেননি সাকিব আল হাসান, আর মিডল অর্ডার ব্যাট্সম্যানদের বাজে ব্যাটিং পারপরমেন্সে ভারতের বিপক্ষে লড়াকু পুঁজি গড়তে ব্যর্থ হয় বাংলাদেশ। রানের সংগ্রহ দুইয়ের অংকেই নিতে পারেনি মেহেদি হাসান মিরাজ ও অধিনায়ক নাজুমল হোসেন শান্ত। ৩৫ বলে ১৬ রান করেছেন তাওহিদ হৃদয়। তবে, অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের দৃঢ় ব্যাটিংয়ে ২৫৬ রানেই থামে বাংলাদেশের ইনিংস।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের পাত্তাই দেয়নি ভারতীয় ব্যাট্সম্যানরা। সাকিব না থাকায় বোলিং নিয়েও ভুগতে হয়েছে বাংলাদেশকে, ছিলেন না তাসকিন আহমেদও। ইনিংসের শুরু থেকেই দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল তান্ডব চালিয়েছে বাংলাদেশের বোলারদের উপর। আর ৯৭ বলে ভিরাট কোহলির ম্যাচ সেরা ১০৩ রানের দারুণ ব্যাটিংয়ে ৮ ওভার ৩ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় তুলে নেয় ভারত।