ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ভারত ভ্রমণে নাগরিকদের সতর্ক করল কানাডা

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১০:২৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
  • / ৪২৫ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে কানাডার। সবশেষ ভারতের দাবি মেনে দেশ থেকে ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিয়েছে কানাডা। এমন পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের ভারত ভ্রমণে সতর্ক করেছে কানাডা সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শুক্রবারের ওই সতর্কবার্তায় কানাডা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভারতের রাজধানী নয়াদিল্লি, মুম্বাই, চন্ডীগড় ও বেঙ্গালুরু ভ্রমণের সময় নাগরিকরা যেন নিজেদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকেন এবং কোথাও কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ না করেন। দেশটিতে কানাডার নাগরিকরা হেনস্তা ও ভয়–ভীতি প্রদর্শনের শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই কারণে ভারতে ভ্রমণরত বা ভ্রমণ ইচ্ছুক কানাডীয়দের প্রতি সরকারের আহ্বান- অবশ্যই সতর্কতা মেনে চলবেন।’

ইতিমধ্যে মুম্বাই, চন্ডীগড় ও বেঙ্গালুরুর কনস্যুলেটে ব্যক্তিগত পরিষেবা আপাতত স্থগিত করেছে কানাডা। তবে কানাডার কোনো নাগরিক সমস্যায় পড়লে দিল্লিতে কানাডার হাইকমিশনে যোগাযোগ করতে পারবেন বলে জানানো হয়েছে।

এদিকে কানাডায় খালিস্তানপন্থি শিখ নেতার হত্যাকাণ্ড ঘিরে ভারতের সঙ্গে সৃষ্ট উত্তেজনার জেরে দিল্লি থেকে দেশে ফিরে গেছেন ৪১ কানাডীয় কূটনীতিক ও তাঁদের পরিবার। দুই সপ্তাহ আগে ভারত কানাডাকে দিল্লি থেকে কূটনীতিকদের সরিয়ে নিতে বলে। নতুবা বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ার পর কানাডীয় কূটনীতিকদের আর নিরাপত্তা দেওয়া হবে না বলেও হুমকি দেয়। এরপর গতকাল বৃহস্পতিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি কানাডীয় কূটনীতিক এবং তাঁদের পরিবারের ভারত ছাড়ার খবর নিশ্চিত করেন।

গত ১৮ জুন কানাডায় হত্যার শিকার হন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় নাগরিক শিখ নেতা হারদীপ সিং নিজ্জার। যে হত্যাকাণ্ডের পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর হাত আছে বলে অভিযোগ তোলেন খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুড্রো। তবে ভারত ওই অভিযোগ অস্বীকার করে। এরপর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চিড় ধরে।

নিউজটি শেয়ার করুন

ভারত ভ্রমণে নাগরিকদের সতর্ক করল কানাডা

আপডেট সময় : ১০:২৭:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে কানাডার। সবশেষ ভারতের দাবি মেনে দেশ থেকে ৪১ জন কূটনীতিককে সরিয়ে নিয়েছে কানাডা। এমন পরিস্থিতিতে নিজ দেশের নাগরিকদের ভারত ভ্রমণে সতর্ক করেছে কানাডা সরকার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

শুক্রবারের ওই সতর্কবার্তায় কানাডা সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ‘ভারতের রাজধানী নয়াদিল্লি, মুম্বাই, চন্ডীগড় ও বেঙ্গালুরু ভ্রমণের সময় নাগরিকরা যেন নিজেদের নিরাপত্তা নিয়ে সতর্ক থাকেন এবং কোথাও কোনো ব্যক্তিগত তথ্য প্রকাশ না করেন। দেশটিতে কানাডার নাগরিকরা হেনস্তা ও ভয়–ভীতি প্রদর্শনের শিকার হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এই কারণে ভারতে ভ্রমণরত বা ভ্রমণ ইচ্ছুক কানাডীয়দের প্রতি সরকারের আহ্বান- অবশ্যই সতর্কতা মেনে চলবেন।’

ইতিমধ্যে মুম্বাই, চন্ডীগড় ও বেঙ্গালুরুর কনস্যুলেটে ব্যক্তিগত পরিষেবা আপাতত স্থগিত করেছে কানাডা। তবে কানাডার কোনো নাগরিক সমস্যায় পড়লে দিল্লিতে কানাডার হাইকমিশনে যোগাযোগ করতে পারবেন বলে জানানো হয়েছে।

এদিকে কানাডায় খালিস্তানপন্থি শিখ নেতার হত্যাকাণ্ড ঘিরে ভারতের সঙ্গে সৃষ্ট উত্তেজনার জেরে দিল্লি থেকে দেশে ফিরে গেছেন ৪১ কানাডীয় কূটনীতিক ও তাঁদের পরিবার। দুই সপ্তাহ আগে ভারত কানাডাকে দিল্লি থেকে কূটনীতিকদের সরিয়ে নিতে বলে। নতুবা বেঁধে দেওয়া সময় পেরিয়ে যাওয়ার পর কানাডীয় কূটনীতিকদের আর নিরাপত্তা দেওয়া হবে না বলেও হুমকি দেয়। এরপর গতকাল বৃহস্পতিবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি কানাডীয় কূটনীতিক এবং তাঁদের পরিবারের ভারত ছাড়ার খবর নিশ্চিত করেন।

গত ১৮ জুন কানাডায় হত্যার শিকার হন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় নাগরিক শিখ নেতা হারদীপ সিং নিজ্জার। যে হত্যাকাণ্ডের পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা র এর হাত আছে বলে অভিযোগ তোলেন খোদ কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুড্রো। তবে ভারত ওই অভিযোগ অস্বীকার করে। এরপর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে চিড় ধরে।