ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

গাজার একটি হাসপাতাল খালি করার নোটিশ দিয়েছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
  • / ৪২৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জিম্মি মার্কিন মা-মেয়েকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমন অবস্থায় গাজার আরেকটি হাসপাতাল অবিলম্বে খালি করার নোটিশ দিয়েছে ইসরায়েল। এছাড়া গাজার পাশাপাশি লেবাননের সীমান্ত এলাকায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরাইল।

হাসপাতালে বর্বর হামলায় অন্তত পাঁচশ’জনকে হত্যার দায় হামাসের ওপর চাপানো ইসরায়েল এবার গাজার আল-কুদস হাসপাতাল অবিলম্বে খালি করার নোটিশ দিয়েছে। না হলে পরিণতির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ওই নোটিশে। এতে চরম মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে রেড ক্রেস।

অন্যদিকে লেবানন সীমান্তের ভেতরে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়ে হিজবুল্লাহ’র সম্ভাব্য অবস্থান ধ্বংসের দাবি করেছে। এই অবস্থায় লেবাননের ধায়রা এলাকা থেকে সরে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

কাতারের মধ্যস্থতায় শুক্রবার (২০ অক্টোবর) মার্কিন মা-মেয়েকে রেড ক্রস প্রতিনিধির হাতে হস্তান্তর করে হামাসের আল-কুদস ব্রিগেড। এরপর তাদের ইসরায়েলের সেনা হেফাজতে হস্তান্তর করা হয়। গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলার সময় জিম্মি করা দুই শতাধিক নারী-পুরুষের মধ্যে ছিলেন যুক্তরষ্ট্রের শিকাগো থেকে ইসরাইলে যাওয়া দ্বৈত নাগরিক জুডিথ ও তার ১৭ বছরের মেয়ে নাটালি। এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করে ইসরায়েল ও কাতারকে ধন্যবাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জিম্মি মার্কিনীদের সুরক্ষিত মুক্তি প্রক্রিয়া নিশ্চিত করতে গাজায় স্থল অভিযানে দেরি হচ্ছে; বাইডেনের এমন মন্তব্যকে ভুল বোঝাবুঝি বলে সংশোধনী দিয়েছে হোয়াইট হাউজ। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, হামাস প্রশংসিত হওয়ার মতো কোনো পদক্ষেপে জড়াবে না যুক্তরাষ্ট্রে।

নিউজটি শেয়ার করুন

গাজার একটি হাসপাতাল খালি করার নোটিশ দিয়েছে ইসরায়েল

আপডেট সময় : ০৮:২৮:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩

জিম্মি মার্কিন মা-মেয়েকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমন অবস্থায় গাজার আরেকটি হাসপাতাল অবিলম্বে খালি করার নোটিশ দিয়েছে ইসরায়েল। এছাড়া গাজার পাশাপাশি লেবাননের সীমান্ত এলাকায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরাইল।

হাসপাতালে বর্বর হামলায় অন্তত পাঁচশ’জনকে হত্যার দায় হামাসের ওপর চাপানো ইসরায়েল এবার গাজার আল-কুদস হাসপাতাল অবিলম্বে খালি করার নোটিশ দিয়েছে। না হলে পরিণতির হুঁশিয়ারিও দেওয়া হয়েছে ওই নোটিশে। এতে চরম মানবিক বিপর্যয়ের আশঙ্কা করছে রেড ক্রেস।

অন্যদিকে লেবানন সীমান্তের ভেতরে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়ে হিজবুল্লাহ’র সম্ভাব্য অবস্থান ধ্বংসের দাবি করেছে। এই অবস্থায় লেবাননের ধায়রা এলাকা থেকে সরে শরণার্থী ক্যাম্পে আশ্রয় নিয়েছে।

কাতারের মধ্যস্থতায় শুক্রবার (২০ অক্টোবর) মার্কিন মা-মেয়েকে রেড ক্রস প্রতিনিধির হাতে হস্তান্তর করে হামাসের আল-কুদস ব্রিগেড। এরপর তাদের ইসরায়েলের সেনা হেফাজতে হস্তান্তর করা হয়। গত ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলার সময় জিম্মি করা দুই শতাধিক নারী-পুরুষের মধ্যে ছিলেন যুক্তরষ্ট্রের শিকাগো থেকে ইসরাইলে যাওয়া দ্বৈত নাগরিক জুডিথ ও তার ১৭ বছরের মেয়ে নাটালি। এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করে ইসরায়েল ও কাতারকে ধন্যবাদ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জিম্মি মার্কিনীদের সুরক্ষিত মুক্তি প্রক্রিয়া নিশ্চিত করতে গাজায় স্থল অভিযানে দেরি হচ্ছে; বাইডেনের এমন মন্তব্যকে ভুল বোঝাবুঝি বলে সংশোধনী দিয়েছে হোয়াইট হাউজ। আর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেছেন, হামাস প্রশংসিত হওয়ার মতো কোনো পদক্ষেপে জড়াবে না যুক্তরাষ্ট্রে।