মৃত্যুর পরেও বেঁচে থাকবেন শেখ হাসিনা: কাদের
- আপডেট সময় : ০৪:১০:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ অক্টোবর ২০২৩
- / ৪১৭ বার পড়া হয়েছে
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনা জনগণের জন্য বিধাতার এক অনন্য সৃষ্টি। সৃষ্টিকর্তা বঙ্গবন্ধুকে সৃষ্টি করেছেন এদেশের রাজনীতির স্বাধীনতার জন্য, আর শেখ হাসিনাকে সৃষ্টি করেছেন অর্থনৈতিক স্বাধীনতার জন্য। মৃত্যুর পরও এদেশে দুজন মানুষ বেঁচে থাকবেন, একবজন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা মৃত্যুর পরেও বেঁচে থাকবেন যেমন বেঁচে আছে বঙ্গবন্ধু। কিছু লেগাসির মৃত্যু নেই।
শনিবার (২১ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সন্ধ্যায় তিনি এ কথা বলেন।
চারদিকে অশান্তি অত্যাচার জানিয়ে মন্ত্রী বলেন, পরিবেশ আমাদের অনুকূলে নয়। আগের অশুভ ঘটনাগুলো কষ্ট দিয়েছে। এসব ঘটনার আমরা পুনরাবৃত্তি চাই না।
বর্তমানে রাজনৈতিক অঙ্গণ অস্থির হয়ে উঠছে। মানুষের মধ্যে কি হবে কি হবে অবস্থা চলছে। নির্বাচন নির্দেশনা দিবে সংবিধান। কিন্তু হুমকি ধামকি কেন হচ্ছে প্রশ্ন সাধারণ সম্পাদকের।
তিনি বলেন, বিএনপি দেশের মানেুষকে যতোই অত্যাচার নির্যাতন করুক তাদের ছাড় দেবে না দেশের জনগণই তাদের প্রতিহত করবে। অতীতে দুর্গাপূজায় আগে যতগুলো সংঘাত সম্ভবনা ছিল এবারের তার সম্ভাবনা নেই। আইনশৃংখলা বাহিনীও নিরাপত্তা দিতে প্রস্তুত আছে। দুর্গাপূজায় আগের মতো কোনো রকমের সহিংস পরিস্থিতি চায়না সরকার।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, দেশের মানুষের মাঝে রাজনীতির আতঙ্কিত বিরাজমান। রাজনীতিতে অবরোধ শব্দটাই জনগণকে আতঙ্কিত করে। ২০০১ ও ২০১৪ সালে মানুষ দেখেছে নির্যাতিত হবার দৃশ্য কতটা ভয়ংকর ছিল।
বিএনপিকে উদ্দেশ্যে করে ওবায়দুল কাদের বলেন, ক্ষমতার পরিবর্তন চাইলে নির্বাচনে আসতে হবে, নির্বাচন করতে হবে। আমাদের সংবিধানের আলোতে নির্বাচন পরিচালনা করা হবে। নির্বাচন হবে সংবিধান অনুযায়ী তারপর কেন এতা হুমকি ধামকি।
বিএনপি কর্মীদের মিথ্যা আশ্বাস দিচ্ছে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ১০ই ডিসেম্বরের মতো অশ্ব-ডিম্ব হবে। ২৮ তারিখ আমাদেরও কর্মসূচি আছে। বিকালে বায়তুল মোকাররমের জনতার ঢল নামবে। ৪ তারিখ স্মরণকালের সর্ববৃহৎ জনসমাগম হবে। মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে। সেই সমাবেশে ফখরুল সাহেবকে দাওয়াত। জীবনে কোনদিন মেগা প্রকল্প করতে পারেননি। আগারগাঁও থেকে মতিঝিল মহাযাত্রায় ফখরুল সাহেবকে দাওয়াত।
ওবায়দুল কাদের বলেন, অস্তিত্বের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান, শেখ হাসিনা ছাড়া সংখ্যালঘুদের আর কোনো আপনজন নেই। সব উৎসবের মধ্যে দুর্গাপূজা সবচেয়ে বড়। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন প্রধানমন্ত্রী মনিটর করছেন। শেখ হাসিনা দেশের জন্য অনন্য সৃষ্টি। সারা বিশ্বে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি মৃত্যুর পরেও বেঁচে থাকবেন।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে দেশের সম্পদ লুটপাটের মাধ্যমে দেশ ধ্বংস করেছে আর আওয়ামী লীগ দেশের উন্নয়ন করেছে। আগামী ৪ তারিখ শেখ হাসিনার ম্যাজিকের মাধ্যমে মেট্রোরেল মহাযাত্রা শুরু করবে। দেশে আর যেন ২০০১ ২০০৬ এর পুনরাবৃত্তি না হয় সেদিকে সবাইকে সতর্ক থেকে দেশের অস্তিত্ব টিকিয়ে রাখতে।