ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

বিপজ্জনক খেলা খেলছে হিজবুল্লাহ: ইসরায়েল

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
  • / ৪২৪ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস–ইসরায়েল যুদ্ধের মধ্যে সংঘাতে জড়িয়েছে লেবানন। গত কয়েকদিন ধরে সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এমন পরিস্থিতিতে ইরান সমর্থিত গোষ্ঠীটিকে সতর্ক করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ মুখপাত্র জোনাথন কনরিকাস বলেন, হিজবুল্লাহ খুবই বিপজ্জনক খেলা খেলছে। লেবাননকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়ার ঝুঁকি সৃষ্টি করছে গোষ্ঠীটি। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিনই হামলা চালানো হচ্ছে। বিপদ বাড়াচ্ছে হিজবুল্লাহ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এই মুখপাত্র আরও জানান, হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েল শুধু নিজেদের রক্ষা করছে এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিচ্ছে।

এদিকে লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল শনিবার এ হামলা চালানো হয়। হিজবুল্লাহর দাবি, তাদের ৬ যোদ্ধা নিহত হয়েছে। তবে ইসরায়েলের দাবি, এক সেনা নিহত হয়েছে।

অন্যদিকে লেবানন সীমান্তে অন্তত চারটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষ হয় বলে জানা আইডিএফ। গত ৭ অক্টোবর থেকে লেবানন সীমান্তে সাত সেনা নিহত হয়েছে বলে জানায় তাঁরা। তবে হিজবুল্লাহর দাবি এ পর্যন্ত ১৯ যোদ্ধা নিহত হয়েছে তাঁদের।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ছড়িয়ে পড়া এমন সংঘাতে সীমান্তের উভয় পাশের বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। এভাবে চলতে থাকলে বড় ধরনের সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালালে গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল। গত ১৬ দিন ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১৩ হাজারের বেশি মানুষ। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১ হাজার ৪০০ জনের বেশি। আহত হয়েছে সাড়ে ৪ হাজার।

নিউজটি শেয়ার করুন

বিপজ্জনক খেলা খেলছে হিজবুল্লাহ: ইসরায়েল

আপডেট সময় : ০৮:১৩:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩

ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাস–ইসরায়েল যুদ্ধের মধ্যে সংঘাতে জড়িয়েছে লেবানন। গত কয়েকদিন ধরে সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর কয়েক দফা সংঘর্ষ হয়েছে। এমন পরিস্থিতিতে ইরান সমর্থিত গোষ্ঠীটিকে সতর্ক করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

আইডিএফ মুখপাত্র জোনাথন কনরিকাস বলেন, হিজবুল্লাহ খুবই বিপজ্জনক খেলা খেলছে। লেবাননকে যুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়ার ঝুঁকি সৃষ্টি করছে গোষ্ঠীটি। পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। প্রতিদিনই হামলা চালানো হচ্ছে। বিপদ বাড়াচ্ছে হিজবুল্লাহ।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এই মুখপাত্র আরও জানান, হিজবুল্লাহর হামলার জবাবে ইসরায়েল শুধু নিজেদের রক্ষা করছে এবং প্রতিরোধমূলক পদক্ষেপ নিচ্ছে।

এদিকে লেবাননে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। গতকাল শনিবার এ হামলা চালানো হয়। হিজবুল্লাহর দাবি, তাদের ৬ যোদ্ধা নিহত হয়েছে। তবে ইসরায়েলের দাবি, এক সেনা নিহত হয়েছে।

অন্যদিকে লেবানন সীমান্তে অন্তত চারটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে হিজবুল্লাহর সংঘর্ষ হয় বলে জানা আইডিএফ। গত ৭ অক্টোবর থেকে লেবানন সীমান্তে সাত সেনা নিহত হয়েছে বলে জানায় তাঁরা। তবে হিজবুল্লাহর দাবি এ পর্যন্ত ১৯ যোদ্ধা নিহত হয়েছে তাঁদের।

ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে ছড়িয়ে পড়া এমন সংঘাতে সীমান্তের উভয় পাশের বাসিন্দারা বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। এভাবে চলতে থাকলে বড় ধরনের সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালালে গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েল। গত ১৬ দিন ধরে হামাস ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলছে। এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় গাজায় ৪ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১৩ হাজারের বেশি মানুষ। অন্যদিকে হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছে ১ হাজার ৪০০ জনের বেশি। আহত হয়েছে সাড়ে ৪ হাজার।