মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক
- আপডেট সময় : ০৫:০০:৪৭ অপরাহ্ন, রবিবার, ২২ অক্টোবর ২০২৩
- / ৪১২ বার পড়া হয়েছে
আগামী ২৮ অক্টোবর রাজধানীতে আবারও বিএনপির মহাসমাবেশ আর এই সমাবেশ কেন্দ্র করে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস জানতে চেয়েছেন, সরকার ঢাকায় প্রবেশের সব রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না। রবিবার (২২ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়টি তিনি চান। বৈঠকের শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
আসাদুজ্জামান খান বলেন, বৈঠকে বাংলাদেশে নিযুক্ত থাকা মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস তিনি জানতে চান বিএনপি যে একটি বিরাট কর্মসূচি দিয়েছে সেখানে অনেক লোক নিয়ে আসবে, তোমরা তাদের ঢাকায় প্রবেশ করার রাস্তাঘাট বন্ধ করে দেবে কি না, কিংবা তোমরা অন্য কিছু করবা কি না।
জবাবে মন্ত্রী বলেছেন, আমরা মনে করি, তারা যে রাজনৈতিক এজেন্ডা দিয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে করবেন। ‘আমরা বলেছি ওই ধরনের কোনো প্রোগ্রাম আমাদের নেই। কর্মসূচি যদি তারা শান্তিপূর্ণভাবে পালন করে, তবে আমাদের কিছু বলার নেই।