ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

কাল ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
  • / ৪০৬ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চারদিনের সফরে আগামীকাল মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে সম্মেলন যোগ দিতে প্রধানমন্ত্রী আগামীকাল (২৪শে অক্টোবর) দেশ ত্যাগ করবেন। পররাষ্ট্র মন্ত্রনালয়ের বরাত দিয়ে গণমাধ্যম এসব তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইয়েনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে যাবেন। ২৫ ও ২৬শে অক্টোবর দুই দিন ব্যাপী সম্মেলন যোগ দেবেন সরকার প্রধান। ফোরামের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।

সম্মেলনে অংশ নেয়া ছাড়াও সফরকালে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্দার দে ক্রো এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাল ব্রাসেলস যাচ্ছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:০৫:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩

চারদিনের সফরে আগামীকাল মঙ্গলবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ে সম্মেলন যোগ দিতে প্রধানমন্ত্রী আগামীকাল (২৪শে অক্টোবর) দেশ ত্যাগ করবেন। পররাষ্ট্র মন্ত্রনালয়ের বরাত দিয়ে গণমাধ্যম এসব তথ্য জানিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইয়েনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী এ সফরে যাবেন। ২৫ ও ২৬শে অক্টোবর দুই দিন ব্যাপী সম্মেলন যোগ দেবেন সরকার প্রধান। ফোরামের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তৃতা দেওয়ার কথা রয়েছে।

সম্মেলনে অংশ নেয়া ছাড়াও সফরকালে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন, বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্দার দে ক্রো এবং লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী জেভিয়ার বেটেলের সঙ্গে প্রধানমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।