মেক্সিকোতে বন্দুকধারীদের গুলিতে ১১ পুলিশসহ নিহত ১৬
- আপডেট সময় : ০৭:১৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ৪৪১ বার পড়া হয়েছে
মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো এবং এর পাশ্ববর্তী মাচোয়াকান রাজ্যে দুটি হামলায় ১১ জন পুলিশ কর্মকর্তাসহ মোট ১৬ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই অঞ্চলগুলোতে মাদক পাচার নিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে মাঝেমধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে থাকে। খবর এএফপির।
মাদকবিরোধী টহল দেওয়ার সময় বন্দুকধারীরা পুলিশের ওপর গুলি চালায়। এতে পুলিশের ওই ১১ জন কর্মকর্তা নিহত হয়। তবে কী উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।
প্রাদেশিক সরকারের একটি সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে কোয়ুকা দে বেনিটেজ শহরের স্থানীয় নিরাপত্তা প্রধানও রয়েছেন। শহরটি আকাপুলকোর জনপ্রিয় সমুদ্র সৈকত রিসোর্টের পশ্চিমে অবস্থিত।
প্রাদেশিক কর্মকর্তারা বলেন, আকস্মিক এ ঘটনায় আমরা মর্মাহত। ওই এলাকায় নৌবাহিনীর সদস্য ও ন্যাশনাল গার্ড পাঠিয়ে নিরাপত্তা আরও জোরদার করা হবে।
দ্বিতীয় হামলার ঘটনাটি ঘটে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মাচোয়াকানে। এই হামলায় পাঁচজন নিহত ও আরও দুজন আহত হয়। রাজ্যটির প্রসিকিউটর অফিস জানায়, একদল বন্দুকধারী টাকামবারো শহরের মেয়রের ভাইয়ের ওপর হামলা চালায়। এ সময় মেয়রের ভাই গুলিবিদ্ধ হন এবং হামলায় মারা যায় একজন রেস্তোরাঁকর্মী, এক পুলিশ সদস্যসহ পাঁচজন।
মেক্সিকোর গুয়েরেরো প্রদেশটি মাদক পাচারের একটি অন্যতম রুট। প্রশান্ত মহাসাগরীয় করিডোরের উত্তরে অবস্থিত লাভজনক এই মাদক রুট নিয়ন্ত্রণের জন্য ওই এলাকার বিভিন্ন গোষ্ঠী সংঘাতে লিপ্ত। এছাড়া এই অঞ্চলে ব্যাপক পরিমাণ আফিম ও হেরোইন উৎপাদন হয়।
এর আগে ২০২১ সালে মেক্সিকোর কোতপেক হরিনাস পৌরসভার লানো গ্রান্দে এলাকায় টহল দেওয়ার সময় প্রকাশ্য দিবালোকে নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালায় বন্দুকধারীরা। ওই হামলাতে ১৩ পুলিশ কর্মকর্তা নিহত হন।