সংহতি জানাতে ইসরায়েলে ফ্রান্সের প্রেসিডেন্ট
- আপডেট সময় : ০৯:২৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / ৪১৯ বার পড়া হয়েছে
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের প্রতি ‘পূর্ণ সংহতি’ জানাতে তেল আবিব সফরে গেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে ইসরায়েলের বেন গুরিওন বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, আজই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে দেখা করবেন ফরাসি প্রেসিডেন্ট। সফরে তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এবং বিরোধী দলের মধ্যপন্থী নেতা বেনি গ্যান্টজ ও ইয়ার ল্যাপিদের সাথেও দেখা করবেন।
ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৪৩৬ ফিলিস্তিনিইসরায়েলি হামলায় একদিনে নিহত ৪৩৬ ফিলিস্তিনি
মাখোঁ এমন এক সময় এই সফরে গেলেন যখন দুই সপ্তাহের বেশি সময় ধরে হামাস–ইসরায়েল সংঘাত চলছে। গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের চালানো হামলায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়। এর মধ্যে অন্তত ৩০ জন ফ্রান্সের নাগরিকও ছিল। এরপর থেকে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় ৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
মাখোঁর এই সফরের উদ্দেশ্য হলো, ইসরায়েলের প্রতি ফ্রান্সের সংহতি প্রদর্শন, হামাসের হাতে বন্দী থাকা জিম্মিদের মুক্তিতে সহায়তা এবং বর্তমান সংঘাত আর বাড়তে না দেওয়া। মাখোঁর উপদেষ্টারা রয়টার্সকে এমনটা জানিয়েছেন।
গত ৭ অক্টোবর হামাসের সঙ্গে সংঘাত শুরু হওয়ার পর থেকেই ইসরায়েল সফর করেছেন একের পর এক পশ্চিমা নেতা। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের মতো প্রভাবশালী নেতারা সফরের মাধ্যমে সমর্থন জানিয়েছেন ইসরায়েলকে।