ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, হাসপাতালে ১৯১৭ জন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৩৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩
  • / ৫২৮ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মারা গেছে ৪ জন, ঢাকার বাইরে ৭ জন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ১ হাজার ২৯৫ জন মারা গেলেন। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯১৭ জন নতুন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে রাজধানীর হাসপাতালে ৪৩৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৮২ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়ালো ২ লাখ ৬০ হাজার ৮২৯ জনে। আর বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ হাজার ৫৯৯ রোগী।

এদিকে, একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৫৩ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২ লাখ ৫১ হাজার ৯৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে, ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।

নিউজটি শেয়ার করুন

ডেঙ্গুতে আরও ১১ মৃত্যু, হাসপাতালে ১৯১৭ জন

আপডেট সময় : ০৫:৩৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মারা গেছে ৪ জন, ঢাকার বাইরে ৭ জন। এ নিয়ে চলতি বছর দেশে ডেঙ্গুতে মোট ১ হাজার ২৯৫ জন মারা গেলেন। একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯১৭ জন নতুন রোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আজ বুধবার এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে রাজধানীর হাসপাতালে ৪৩৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৮২ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়ালো ২ লাখ ৬০ হাজার ৮২৯ জনে। আর বর্তমানে সারা দেশে হাসপাতালে ভর্তি রয়েছেন ৭ হাজার ৫৯৯ রোগী।

এদিকে, একদিনে সুস্থ হয়েছেন ১ হাজার ৮৫৩ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২ লাখ ৫১ হাজার ৯৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছিল। চলতি বছর অনেক আগেই সেই রেকর্ড ছাড়িয়ে গেছে। এর আগে, ২০১৯ সালে মৃত্যু হয় ১৭৯ জনের। এছাড়া ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে মারা যান ১০৫ জন।