শনিবার ঢাকায় ১০ সমাবেশ-মহাসমাবেশের প্রস্তুতি
- আপডেট সময় : ০৭:২৮:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
- / ৪৩৩ বার পড়া হয়েছে
আগামী শনিবার (২৮ অক্টোবর) রাজধানী ঢাকার অন্তত ১০ পয়েন্টে সমাবেশ-মহাসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। এর মধ্যে আওয়ামী লীগ চাইছে বায়তুল মোকাররম দক্ষিণ গেট আর বিএনপি নয়াপল্টন। সেই সঙ্গে দীর্ঘদিনের বিএনপির সঙ্গী জামায়াতে ইসলামও মতিঝিলের শাপলা চত্বরে দিয়েছে মহাসমাবেশের ডাক।
সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে গত ১৮ অক্টোবর নয়াপল্টনের সমাবেশ থেকে ২৮ অক্টোবর মহাসমাবেশের ডাক দেয় বিএনপি। এরপরই একই দিন পাল্টা কর্মসূচি করার ঘোষণা দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। তার কয়েকদিন পর একই দিন মহাসমাবেশের ঘোষণা দেয় জামায়াতে ইসলামী। এরপর থেকেই রাজনীতির উত্তাপ ছড়াচ্ছে সারা দেশে।
বায়তুল মোকাররম দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু হবে বেলা ১২ টায়। সমাবেশের কারণে গুলিস্তান, জিরো পয়েন্ট, স্টেডিয়ামসহ আশপাশের এলাকায় থাকবে দলটির নেতা-কর্মীদের উপস্থিতি।
এদিকে, বিএনপি মহাসমাবেশ করতে চায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। সারা দেশ থেকে আসা দলটির নেতা কর্মীদের উপস্থিতি থাকবে কাকরাইল, ফকিরাপুল, আরামবাগ, রাজারবাগসহ আশপাশের এলাকায়।
তবে জামায়াতে ইসলাম সমাবেশের অনুমতি না পেলেও মতিঝিলের শাপলা চত্বরে কর্মসূচি পালনে অনড়। সেক্ষেত্রে দলটির নেতা-কর্মীদের উপস্থিতি থাকবে মতিঝিল, টিকাটুলি, দৈনিক বাংলাসহ আশপাশের এলাকায়।
এছাড়া, বিএনপির সঙ্গে যুগৎ আন্দোলন করা দলগুলোও ঢাকার বিভিন্ন পয়েন্টে পালন করবে কর্মসূচি। তার মধ্যে ১২ দলীয় জোট ফকিরাপুল পানির ট্যাংক এলাকায় বেলা ২টায় করবে সমাবেশ। গণতন্ত্র মঞ্চ একদফা দাবি আদায়ে কর্মসূচি পালন করবে রাজধানীর মৎস্যভবন এলাকায়। কর্নেল অলির এলডিপি সমাবেশ করবে এফডিসির সামনের সড়কে। ভিপি নূরের গণ অধিকার পরিষদ বিজয় নগর পানির ট্যাংক এলাকায় সকাল ১০টায় আর রেজা কিবরিয়ার গণ অধিকার পরিষদ কর্মসূচি পালন করবে ফকিরাপুল কালভার্ড রোডের জামান টাওয়ারের সামনে।
ড. কামালের গণফোরাম সরকার পতনের এক দফা দাবি আদায়ে কর্মসূচি পালন করবে নটরডেমে কলেজের সামনে।
শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও ঢাকার বিভিন্ন জায়গায় একই দিনে একাধিক দলের কর্মসূচি থাকায় নগরবাসীকে দিনভর যাত্রা পথে পোহাতে হবে ভোগান্তি।