ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
বাংলা বাংলা English English हिन्दी हिन्दी

ইসরায়েলের বিমান হামলায় পরিবার হারালেন আল জাজিরার সাংবাদিক

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
  • / ৫২০ বার পড়া হয়েছে
৭১ নিউজ বিডির সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসরায়েলের বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অ্যারাবিকের গাজা ব্যুরোর প্রধান ওয়ায়েল আল-দাহদুহয়ের স্ত্রী ও দুই সন্তান ও এক নাতি নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে তারা নিহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আল জাজিরায় প্রকাশিত ফুটেজে দেখা যায়, হাসপাতালের মর্গে ঢুকে ওয়ায়েল আল-দাহদুহ পরিবারের নিহত সদস্যদের দেখে কাঁদছেন।

গাজার নুসেইরাতের শরণার্থী শিবিরে থাকতেন আল-দাহদুহয়ের পরিবার। সেখানে বিমান হামলায় এই সাংবাদিকের স্ত্রী-সন্তানরা নিহত হলেও ছোট এক নাতনিসহ কিছু সদস্য বেঁচে গেছেন। আল-দাহদুহয়ের বাড়ির ধ্বংসস্তূপে এখনো উদ্ধার অভিযান চলছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাস নজিরবিহীন হামলা চালায় ইসরায়েলে। এরপর থেকে গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে উপত্যকার লাখ লাখ বাসিন্দা। গত ১৯ দিনে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে ৬ হাজারের বেশি ফিলিস্তিনি। অন্যদিকে ইসরায়েলে প্রায় ১ হাজার ৪০০ জন প্রাণ হারিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইসরায়েলের বিমান হামলায় পরিবার হারালেন আল জাজিরার সাংবাদিক

আপডেট সময় : ০৭:৩৪:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩

ইসরায়েলের বিমান হামলায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অ্যারাবিকের গাজা ব্যুরোর প্রধান ওয়ায়েল আল-দাহদুহয়ের স্ত্রী ও দুই সন্তান ও এক নাতি নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে তারা নিহত হন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আল জাজিরায় প্রকাশিত ফুটেজে দেখা যায়, হাসপাতালের মর্গে ঢুকে ওয়ায়েল আল-দাহদুহ পরিবারের নিহত সদস্যদের দেখে কাঁদছেন।

গাজার নুসেইরাতের শরণার্থী শিবিরে থাকতেন আল-দাহদুহয়ের পরিবার। সেখানে বিমান হামলায় এই সাংবাদিকের স্ত্রী-সন্তানরা নিহত হলেও ছোট এক নাতনিসহ কিছু সদস্য বেঁচে গেছেন। আল-দাহদুহয়ের বাড়ির ধ্বংসস্তূপে এখনো উদ্ধার অভিযান চলছে।

গত ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্রগোষ্ঠী হামাস নজিরবিহীন হামলা চালায় ইসরায়েলে। এরপর থেকে গাজায় পাল্টা হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে উপত্যকার লাখ লাখ বাসিন্দা। গত ১৯ দিনে গাজায় ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছে ৬ হাজারের বেশি ফিলিস্তিনি। অন্যদিকে ইসরায়েলে প্রায় ১ হাজার ৪০০ জন প্রাণ হারিয়েছে।