গাজায় স্থল আক্রমণের প্রস্তুতি নিয়েছে ইসরাইল
- আপডেট সময় : ০৭:৫৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
- / ৪২১ বার পড়া হয়েছে
ইসরাইল গাজায় স্থল আক্রমণের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন ইসরাইলেল ল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। স্থানীয় সময় বুধবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ কথা জানান। তবে কবে সেই আক্রমণ চালানো হবে সেই বিষয়ে কোনো তথ্য জানাননি নেতানিয়াহু। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
নেতানিয়াহু বলেন, ‘গাজায় কখন ইসরায়েলি বাহিনী ঢুকবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকারের বিশেষ যুদ্ধ মন্ত্রিসভা। তবে একটি স্থল আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। তবে কখন, কীভাবে বা কতজন এ আক্রমণে অংশ নেবে সে বিষয়ে বিস্তারিত এখন বলা হবে না। ইসরাইল যে বিভিন্ন জরিপ চালিয়েছি সে বিষয়েও বিস্তারিত বলা হবে না ‘।
ইসরাইলি বাহিনী কয়েক হাজার হামাস সদস্যদের হত্যা করেছি দাবি করে নেতানিয়াহু বলেন, এটা কেবল শুরু।
এদিকে হামাসের হামলার কারণে ইসরাইলের নিরাপত্তা ব্যবস্থার ব্যর্থতার দায় স্বীকার না করলেও নেতানিয়াহু বলেছেন, বিষয়টি তদন্ত করা হবে। সবাইকে উত্তর দিতে হবে। কিন্তু এসব হবে যুদ্ধ শেষ হওয়ার পর।