০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রেশন বণ্টনে দুর্নীতি, পশ্চিমবঙ্গের বনমন্ত্রী গ্রেফতার

২১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশি অভিযানের পর পশ্চিমবঙ্গের বনমন্ত্রী (সাবেক খাদ্য ও সরবরাহ মন্ত্রী) জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। রেশন বণ্টন ব্যবস্থায় দুর্নীতি এবং এর মাধ্যমে অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার অভিযোগে শুক্রবার ভোর ৩টা ২৩ মিনিটে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তকারী কর্মকর্তারা।

গত মন্ত্রিসভায় তিনি যখন ওই দপ্তরের মন্ত্রী ছিলেন তখনই তার বিরুদ্ধে রেশন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগের পর ২০২২ সালে এ নিয়ে একটি মামলাও হয়। যদিও নিজের ও দপ্তরের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই এর আগে অস্বীকার করেছিলেন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এ সদস্য রাজনীতিতে ‘বালু’ নামেই পরিচিত।

বৃহস্পতিবার তল্লাশি অভিযান চলার সময় জানা যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে অধ্যাপক প্রিয়দর্শিনী মল্লিকের নামেই অন্তত ২০টি কোল্ড স্টোরেজ এবং ১০টি চাল কলের হদিস পেয়েছে ইডি।সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমান নামে এক রেশন ডিলারকে গ্রেপ্তার করে ইডি। তাকে জিজ্ঞাসাবাদ করার পর জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে। এরপরই তার বাড়িতে অভিযান চালায় ইডি। উদ্ধার করা হয় একাধিক সম্পদের নথি। ওই মামলায় মন্ত্রী একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যান বলে অভিযোগ উঠেছে। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে কড়া নিরাপত্তার মধ্যে তাকে সল্টলেকের বাড়ি থেকে কাছেই সিজিও কমপ্লেক্সে ইডির আঞ্চলিক দপ্তরে নেওয়া হয়। মন্ত্রীর পাশাপাশি তার ব্যক্তিগত সচিব অমিত দে’র বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়। রাত ১২টার পর ইডির কর্মকর্তারা বেরিয়ে যান।

ইডির দপ্তরে প্রবেশের সময় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, গভীর ষড়যন্ত্রের শিকার আমি। এটুকু বলে গেলাম। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আমাকে শিকার করেছে।

রেশন বণ্টনে দুর্নীতি, পশ্চিমবঙ্গের বনমন্ত্রী গ্রেফতার

আপডেট : ০৭:০০:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩

২১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ও তল্লাশি অভিযানের পর পশ্চিমবঙ্গের বনমন্ত্রী (সাবেক খাদ্য ও সরবরাহ মন্ত্রী) জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে। রেশন বণ্টন ব্যবস্থায় দুর্নীতি এবং এর মাধ্যমে অবৈধ সম্পদের খোঁজ পাওয়ার অভিযোগে শুক্রবার ভোর ৩টা ২৩ মিনিটে তাকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তদন্তকারী কর্মকর্তারা।

গত মন্ত্রিসভায় তিনি যখন ওই দপ্তরের মন্ত্রী ছিলেন তখনই তার বিরুদ্ধে রেশন ব্যবস্থায় দুর্নীতির অভিযোগ ওঠে। অভিযোগের পর ২০২২ সালে এ নিয়ে একটি মামলাও হয়। যদিও নিজের ও দপ্তরের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই এর আগে অস্বীকার করেছিলেন মন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার এ সদস্য রাজনীতিতে ‘বালু’ নামেই পরিচিত।

বৃহস্পতিবার তল্লাশি অভিযান চলার সময় জানা যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে অধ্যাপক প্রিয়দর্শিনী মল্লিকের নামেই অন্তত ২০টি কোল্ড স্টোরেজ এবং ১০টি চাল কলের হদিস পেয়েছে ইডি।সম্প্রতি রেশন দুর্নীতি মামলায় বাকিবুর রহমান নামে এক রেশন ডিলারকে গ্রেপ্তার করে ইডি। তাকে জিজ্ঞাসাবাদ করার পর জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসে। এরপরই তার বাড়িতে অভিযান চালায় ইডি। উদ্ধার করা হয় একাধিক সম্পদের নথি। ওই মামলায় মন্ত্রী একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে যান বলে অভিযোগ উঠেছে। তদন্তে অসহযোগিতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে কড়া নিরাপত্তার মধ্যে তাকে সল্টলেকের বাড়ি থেকে কাছেই সিজিও কমপ্লেক্সে ইডির আঞ্চলিক দপ্তরে নেওয়া হয়। মন্ত্রীর পাশাপাশি তার ব্যক্তিগত সচিব অমিত দে’র বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হয়। রাত ১২টার পর ইডির কর্মকর্তারা বেরিয়ে যান।

ইডির দপ্তরে প্রবেশের সময় মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, গভীর ষড়যন্ত্রের শিকার আমি। এটুকু বলে গেলাম। ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আমাকে শিকার করেছে।